বায়ার্নকে হারিয়ে ফেইনুর্ডের চমক

স্টাফ রিপোর্টার

শক্তিমত্তা ও পরিসংখ্যানের দিক থেকে বায়ার্ন মিউনিখই ছিল এগিয়ে। তবে ফুটবল পরিসংখ্যানের ধার ধারে না। ১২০ মিটার দৈর্ঘ্য ও ৮০ মিটার প্রস্থের পিচে যেকোনো কিছুই হতে পারে। চ্যাম্পিয়ন্স লিগে গতকাল বুধবার বায়ার্নের সঙ্গে সেটাই হয়েছে। নেদারল্যান্ডসের ক্লাব ফেইনর্ড রটারডামের কাছে ৩-০ গোলে হেরে গেছে জার্মান বুন্দেসলিগার ক্লাবটি।

ফেইনর্ডের কাছে হেরে সরাসরি শেষ ষোলোতে পৌঁছানোর রাস্তাটা কঠিন করে ফেলেছে বায়ার্ন। তবে প্লে-অফে (৯তম থেকে ২৪তম দলের মধ্যে থাকা) খেলা নিশ্চিত। গ্রুপপর্বের বাকি এক ম্যাচের পর বলা যাবে, বায়ার্ন সরাসরি শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করবে কি না।

বায়ার্নকে হারিয়ে সেরা ৮ দলে (যারা সরাসরি শেষ ষোলোতে যাবে) থাকার সম্ভাবনা তৈরি করেছে ফেইনর্ড। এক ম্যাচ হাতে রেখে পয়েন্ট টেবিলে বায়ার্নকে পেছনে ফেলেছে তারা। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম অবস্থানে আছে ডাচ ক্লাবটি। অন্যদিকে সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে নেমে গেছে বায়ার্ন।

ঘরের মাঠে ফেইনর্ডের হয়ে জোড়া গোল করেন সান্তিয়াগো গিমেনেজ। ম্যাচের ২১ ও বিরতির আগ মুহূর্তে (৪৫+৯ মিনিটে পেনাল্টি থেকে) গোল করেন এই ম্যাক্সিকান তারকা।

স্বাগতিকদের হয়ে শেষ গোলটি করেন আয়াশে এদা, ৮৯ মিনিটে। এতে ৩-০ গোলে জয় নিশ্চিত হয় ফেইনর্ডের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *