মালয়েশিয়ান পাম অয়েল দাম বেড়েছে

জ্বালানি তেলের বাজারে চাঙ্গাভাবে আবার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম। মজুদ বৃদ্ধির কারণে আগের দিন কমলেও গত শুক্রবার দরবৃদ্ধিতে পণ্যটির লেনদেন শেষ হয়েছে। চলতি সপ্তাহে এ পর্যন্ত পণ্যটির দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মার্চে সরবরাহের চুক্তিতে পাম অয়েলের দাম বেড়েছে ১ শতাংশ। দিন শেষে পণ্যটির দাম টনপ্রতি ২ হাজার ১৭২ রিঙ্গিতে (৫২৫ ডলার) স্থির হয়। এদিন ২৮ হাজার ১৯৭ লট (এক লটে ২৫ টন) পণ্য হাতবদল হয়। গত বৃহস্পতিবার পণ্যটির দাম কমেছিল দশমিক ৭ শতাংশ। মূলত মালয়েশিয়ায় মজুদ বৃদ্ধি নিয়ে উদ্বেগে এ পতন দেখা দেয়।

রয়টার্সের জরিপে দেখা গেছে, ডিসেম্বর শেষে মালয়েশিয়ায় পণ্যটির মজুদ সম্ভবত ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে ৩১ লাখ ৪০ হাজার টনে উন্নীত হয়েছে, যা ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ। জরিপে আরো জানা যায়, ডিসেম্বরে মালয়েশিয়া থেকে পণ্যটির রফতানি আগের মাসের চেয়ে সম্ভবত ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে ১৪ লাখ ৪০ হাজার টনে পৌঁছেছে। আলোচ্য মাসে উৎপাদন সম্ভবত ৩ দশমিক ৬ শতাংশ কমে ১৭ লাখ ৮০ হাজার টনে নেমে এসেছে। এ-সংক্রান্ত সরকারি তথ্য আগামী বৃহস্পতিবার প্রকাশ করার কথা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চে সরবরাহের চুক্তিতে সয়াবিন তেলের দাম বেড়েছে দশমিক ৮ শতাংশ। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে সয়াবিন তেলের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়েছে। এ বাজারে জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে পাম অয়েলের দাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ।

প্রসঙ্গত, পাম অয়েল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় উদ্ভিজ্জ তেল। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে পণ্যটি জৈব জ্বালানি হিসেবে ব্যবহূত হয়। এ কারণে প্রথাগত জ্বালানি তেলের দাম পাম অয়েলের বাজারেও প্রভাব বিস্তার করে। গত শুক্রবার জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *