নতুন রূপে আবির্ভুত ইউনাইটেড

ওলে সুলশায়েরের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের এমন বিধ্বংসী ফর্ম দেখে কে বুঝবে এ দলটাই কিনা কয়েকদিন আগে ধুকতে থাকা দলগুলোর ভেতর ছিল সবার শীর্ষে। নতুন রূপে আবির্ভুত হওয়া ইউনাইটেড লিগের পাশাপাশি দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে লিগ কাপেও। এফএ কাপে রিডিংকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা।

ওল্ড ট্রাফোর্ডে দীর্ঘদিন পর ম্যান ইউ একাদশে ফেরেন এলেক্সিস সানচেজ। পগবাকে বিশ্রাম দিয়ে মাতাকে একাদশে খেলা সুলশায়ের। ১৬ মিনিটে চিলিয়ান উইঙ্গার সানচেজের দূরপাল্লার শট গোলবার ঘেষে বাইরে চলে যায়। এর ঠিক ৪ মিনিট পরেই পেনাল্টি পায় ইউনাইটেড।

ডি বক্সের ভেতর মাতাকে ফেলে দিলেও রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেননি। পরবর্তীতে ভিএআরের কল্যাণে পেনাল্টির সিদ্ধান্ত আসে ম্যান ইউর পক্ষে। স্পট কিক থেকে রেড ডেভিলদের এগিয়ে দেন হুয়ান মাতা। দুই বছর পর এই প্রতিযোগিতায় গোল পেলেন এ স্প্যানিশ তারকা।

প্রথমার্ধের শেষ মিনিটে ইউনাইটেডের হয়ে দ্বিতীয় গোলটি করেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। শেষ ১৪টি এফএ কাপ ম্যাচে ইউনাইটেডের হয়ে ১৩টি গোল করলেন এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না পেলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই এফএ কাপের পরবর্তী রাউন্ডে ওঠে সুলশায়ারের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *