ব্রাজিলে শত বিলিয়ন ডলার বিনিয়োগ এডিআইজির
ব্রাজিলে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি ইনভেস্টমেন্ট গ্রুপ (এডিআইজি)। এতে অন্তর্ভুক্ত রয়েছে অবকাঠামো, পরিবেশবান্ধব জ্বালানি, জ্বালানি তেল ও গ্যাস এবং কৃষি খাত। খবর দ্য ন্যাশনাল।
এক বিবৃতিতে এডিআইজি জানিয়েছে, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে এডিআইজির প্রধান নির্বাহী জায়েদ বিন আওয়াইদার বৈঠক থেকে শুক্রবার এ প্রতিশ্রুতি এসেছে।
বিদ্যমান চুক্তিতে অধিগ্রহণসহ প্রযুক্তি, উড়োজাহাজ ও অটোমোবাইল উৎপাদন খাতে কাজ করবে ব্রাজিল সরকার ও এডিআইজি। এ সহযোগিতার আওতায় একটি বিশেষ ব্যাংক স্থাপনের মাধ্যমে আর্থিক খাতেও বিনিয়োগ করা হবে।
মূল বিনিয়োগের মধ্যে আরো রয়েছে ক্ষয় হওয়া চারণভূমি পুনরুদ্ধার, নগর অবকাঠামো উন্নয়ন, শিল্প উন্নয়ন ও টেকসই পরিবহন ব্যবস্থা। কৃষি ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করে চার লাখ বর্গকিলোমিটার জমিতে খাদ্য উৎপাদন এবং সরবরাহ চেইনের হাল নাগাদকরণ ও বর্জ্য হ্রাসের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এডিআইজি।
এডিআইজির প্রধান নির্বাহী জায়েদ বিন আওয়াইদা এ অংশীদারত্বকে জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। সৌর ও বায়ু প্রকল্পের মতো পরিবেশবান্ধব উদ্যোগে বিনিয়োগের মাধ্যমে নিম্ন-কার্বন অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনাও জানান তিনি।
জায়েদ বিন আওয়াইদা আরো বলেন, ‘আমাদের লক্ষ্য স্মার্ট পরিবহন ব্যবস্থা, পরিষ্কার পানি সরবরাহ নেটওয়ার্ক ও সবুজ অবকাঠামোর অর্থায়ন নিশ্চিত করা। পাশাপাশি আমরা ডিজিটাল রূপান্তর এবং আধুনিক প্রযুক্তিগত অগ্রগতিকে এগিয়ে নেয়ার কাজ করছি।’
আমেরিকা অঞ্চলে যুক্তরাষ্ট্রের পর সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ বাণিজ্য অংশীদারদের অন্যতম ব্রাজিল। ২০২২ সালে ব্রাজিলের সঙ্গে আমিরাতের জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্যের পরিমাণ ছিল ৪৩০ কোটি ডলার, বার্ষিক হিসাবে যা ৩২ শতাংশ বেড়েছে।
গত বছর ইউএই ছিল ব্রাজিলিয়ান পণ্যের ২৮তম গন্তব্য। এ বছরের প্রথমার্ধে তা ১৩তম স্থানে উঠে এসেছে। আমিরাতের বাজারে ব্রাজিলিয়ান রফতানি ৭৪ শতাংশ বেড়েছে। বর্তমানে অন্তত ৪০টি ব্রাজিলিয়ান কোম্পানি সংযুক্ত আরব আমিরাতে কার্যক্রম পরিচালনা করছে।