প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা
রেমিট্যান্স বা প্রবাসী আয় আসার দিক থেকে দেশের ৯ বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা। দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম আর তৃতীয় সিলেট বিভাগ। সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর ও ময়মনসিংহ বিভাগে। জেলাওয়ারী হিসাবেও প্রবাসী আয়ে শীর্ষে রয়েছে ঢাকা এবং সবচেয়ে কম আসার অবস্থানে আছে লালমনিরহাট জেলা।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি বছরের অক্টোবর শেষে ঢাকা বিভাগে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১১৩ কোটি ৩৯ লাখ ডলার। আগের মাস সেপ্টেম্বরে ঢাকা বিভাগে প্রবাসী আয় এসেছিল ১১২ কোটি ৭৮ লাখ ডলার। সে হিসাবে এক মাসের ব্যবধানে ঢাকা বিভাগে প্রবাসী আয় বেড়েছে ১ কোটি ৩৮ লাখ ডলার। অক্টোবরে ঢাকা বিভাগের ১৩টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায় ৭৫ কোটি ডলার। এ বিভাগে সবচেয়ে কম এসেছে রাজবাড়ী জেলায় ১ কোটি ডলার।
প্রবাসী আয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। চলতি বছরের অক্টোবর শেষে চট্টগ্রাম বিভাগে প্রবাসী আয় এসেছে ৬৯ কোটি ডলার। যা তার আগের মাস সেপ্টেম্বরে চট্টগ্রাম বিভাগে প্রবাসী আয় এসেছিল ৬৬ কোটি ৫৬ লাখ ডলার। সেই হিসাবে এক মাসে চট্টগ্রাম বিভাগে প্রবাসী আয় বেড়েছে ২ কোটি ৪৮ লাখ ডলার।
এ সময়ে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে চট্টগ্রাম জেলায় ২০ কোটি ৭৪ লাখ ডলার। আর সবচেয়ে কম এসেছে বান্দরবান জেলায় ১৬ লাখ ডলার।
প্রবাসী আয় আসার দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে সিলেট বিভাগ। অক্টোবরে সিলেট বিভাগে প্রবাসী আয় এসেছে ২১ কোটি ৭৮ লাখ ডলার। সেপ্টেম্বরে সিলেট বিভাগে প্রবাসী আয় এসেছিল ২২ কোটি ১৯ লাখ ডলার। এক মাসের ব্যবধানে সিলেট বিভাগে প্রবাসী আয় কমেছে ৪১ লাখ ডলার। অক্টোবরে সিলেট বিভাগের ৪টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সিলেট জেলায় ১১ কোটি ৩৮ লাখ ডলার, সবচেয়ে কম এসেছে সুনামগঞ্জ জেলায় ২ কোটি ৮৫ লাখ ডলার।
প্রবাসী আয় আসার দিক থেকে চতুর্থ অবস্থানে খুলনা বিভাগ। অক্টোবরে খুলনা বিভাগে প্রবাসী আয় এসেছে ১১ কোটি ৩৪ লাখ ডলার। সেপ্টেম্বরে খুলনা বিভাগে প্রবাসী আয় এসেছিল ১২ কোটি ১৫ লাখ ডলার। এক মাসের ব্যবধানে খুলনা বিভাগে প্রবাসী আয় কমেছে ৮১ লাখ ডলার। অক্টোবরে খুলনা বিভাগের ১০টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে যশোর জেলায় ১ কোটি ৮৯ লাখ ডলার, সবচেয়ে কম এসেছে নড়াইল জেলায় ৬৫ লাখ ডলার।
প্রবাসী আয়ে পঞ্চম অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। অক্টোবরে রাজশাহী বিভাগে প্রবাসী আয় এসেছে ৮ কোটি ৫১ লাখ ডলার। আগের মাস সেপ্টেম্বরে রাজশাহী বিভাগে প্রবাসী আয় এসেছিল ৯ কোটি ৫৮ লাখ ডলার। এক মাসে রাজশাহী বিভাগে প্রবাসী আয় কমেছে ১ কোটি ৭ লাখ ডলার। রাজশাহী বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বগুড়া জেলায় ১ কোটি ৮৬ লাখ ডলার, সবচেয়ে কম এসেছে জয়পুরহাট জেলায় ৩৬ লাখ ডলার।
অক্টোবরে বরিশাল বিভাগে প্রবাসী আয় এসেছে ৬ কোটি ৮৩ লাখ ডলার। সেপ্টেম্বরে বরিশাল বিভাগে প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৩৪ লাখ ডলার। এক মাসে বরিশালে প্রবাসী আয় বেড়েছে ৫৫ লাখ ডলার। এ সময়ে বরিশাল বিভাগের ৬টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বরিশাল জেলায় ২ কোটি ৫৬ লাখ ডলার, সবচেয়ে কম এসেছে ঝালকাঠি জেলায় ৫৯ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি বছরের অক্টোবরে ময়মনসিংহ বিভাগে প্রবাসী আয় এসেছে ৪ কোটি ৭৭ লাখ ডলার। আগের মাস সেপ্টেম্বরে ময়মনসিংহ বিভাগে প্রবাসী আয় এসেছিল ৫ কোটি ৩২ লাখ ডলার। এক মাসে ময়মনসিংহ বিভাগে প্রবাসী আয় কমেছে ৫৫ লাখ ডলার। ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ময়মনসিংহ জেলায় ২ কোটি ৫৮ লাখ ডলার, সবচেয়ে কম এসেছে শেরপুর জেলায় ৩৪ লাখ ডলার।
প্রবাসী আয়ে সবচেয়ে পেছনে রয়েছে রংপুর বিভাগ। চলতি বছরের অক্টোবর শেষে রংপুর বিভাগে প্রবাসী আয় এসেছে ৩ কোটি ৮৬ লাখ ডলার। যা তার আগের মাস সেপ্টেম্বরে রংপুর বিভাগে প্রবাসী আয় এসেছিল ৪ কোটি ৪৫ লাখ ডলার। এক মাসের ব্যবধানে রংপুর বিভাগে প্রবাসী আয় কমেছে ৫৯ লাখ ডলার। রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে অক্টোবরে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে রংপুর জেলায় ১ কোটি ৩ লাখ ডলার, সবচেয়ে কম এসেছে লালমনিরহাট জেলায় ১৯ লাখ ডলার।