নিম্নমুখী পুঁজিবাজার
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স তিন কার্যদিবস ধরে নিম্নমুখী। তবে গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন সামান্য বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত বুধবার ডিএসইএক্স ছিল ৫ হাজার ২৪৫ পয়েন্টে। এর পর থেকে সূচকটি কমতে থাকে।
সর্বশেষ গতকাল দিন শেষে ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৬ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ১৪৬ পয়েন্ট। এছাড়া নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৭ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯০০ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস সামান্য কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৭ পয়েন্টে।
গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, রেনাটা, খান ব্রাদার্স পিপি ওভেন অ্যান্ড ব্যাগ ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক, গ্রামীণফোন, ইস্টার্ন ব্যাংক ও প্রগতি লাইফের শেয়ার।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১৬৩টির আর অপরিবর্তিত ছিল ৮৩টি সিকিউরিটিজের বাজারদর। গতকাল ডিএসইতে ৩২০ কোটি টাকা লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩০২ কোটি টাকা।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দশমিক ২ শতাংশ দখলে নিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। ১১ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। ৭ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল বস্ত্র খাত। আর ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে পঞ্চম অবস্থানে রয়েছে প্রকৌশল খাত।
গতকাল ডিএসইতে ইতিবাচক রিটার্নে শীর্ষ ছিল পাট, সিরামিক এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ তিন খাতে ইতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ৩ দশমিক ৮, ২ দশমিক ১ ও ১ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল জীবন বীমা, টেলিযোগাযোগ ও ওষুধ। এ তিন খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ১ দশমিক ৬, দশমিক ৭ ও দশমিক ৫ শতাংশ।
এদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১২ পয়েন্ট কমে ৮ হাজার ৭৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ২৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১০৫টির আর অপরিবর্তিত ছিল ৩৩টির বাজারদর। গতকাল সিএসইতে ৬ কোটি ১০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ কোটি ৮০ লাখ টাকা।