অর্থনীতির গতি ফেরাতে প্রণোদনা ঘোষণা চীনে
অর্থনৈতিক পুনরুদ্ধার ও সরকারের প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে আর্থিক প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়। দেশটির ব্যক্তি খাত থেকে ব্যবসায়িক পর্যায়ে সাহায্য করবে এ প্যাকেজ। তবে প্রণোদনার আকার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। খবর রয়টার্স।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শনিবার জানানো হয়, অর্থ সংগ্রহে সরকার আরো বন্ড ইস্যু করবে। সংগৃহীত তহবিল থেকে উল্লেখযোগ্যভাবে কম আয়ের পরিবারগুলো ভর্তুকি সুবিধা পাবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ফেরানোর অংশ হিসেবে সম্পত্তির বাজারকে সমর্থন এবং রাষ্ট্রীয় ব্যাংকের মূলধন জোগান দিয়ে ঋণ সক্ষমতা বাড়াবে।
এর আগে গত মাসের শেষের দিকে চীনের কেন্দ্রীয় ব্যাংক ও অন্য নিয়ন্ত্রকরা কভিড-১৯-এর পর থেকে সবচেয়ে বড় আর্থিক প্রণোদনার ইঙ্গিত দেন। তখন থেকে আনুষ্ঠানিক ঘোষণার জন্য বিভিন্ন খাতের ভোক্তা ও ব্যবসায়ীরা অপেক্ষা করছিলেন। বহুল প্রত্যাশিত ব্রিফিংয়ে বন্ধকি বাবদ সুদহার হ্রাসের মতো পদক্ষেপ রয়েছে। এতে ক্রমে পতনের দিকে ঝুঁকে থাকা সম্পত্তির বাজার পুনরুজ্জীবিত হতে পারে।
গত মাসে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, নতুন আর্থিক প্রণোদনার অংশ হিসেবে এ বছর প্রায় ২ ট্রিলিয়ন বা ২ লাখ কোটি ইউয়ান (২৮ হাজার ৩০২ কোটি ডলার) মূল্যের বিশেষ সার্বভৌম বন্ড ইস্যুর পরিকল্পনা করেছে চীন।
সংবাদ সম্মেলনে মূল পদক্ষেপগুলো ঘোষণা করেন অর্থমন্ত্রী ল্যান ফোন। এ সময় জানানো হয়, লুকানো ঋণঝুঁকি মোকাবেলায় স্থানীয় সরকারের জন্য সাহায্য এবং অর্থনৈতিক বিষয়ে ক্ষমতা বাড়াবে চীন সরকার। বিদ্যমান লুকানো ঋণ নিষ্পত্তি এবং সংস্থাকে সরকারি বকেয়া নিষ্পত্তিতে সহায়তা করতে এ বছর স্থানীয় বন্ড কোটায় ১৬ হাজার ৯৮১ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে।৷
নতুন প্যাকেজের আওতায় ব্যাংক পুনর্গঠন হবে। মূলত আবাসনের বাজারে উদ্দীপনা জোগাতে স্থানীয় পর্যায়ে সরকারি বন্ডের আয়ের ব্যবহার বাড়বে এবং রাষ্ট্রীয় মালিকানাধীন বড় ব্যাংকগুলো পুনঃঅর্থায়ন করবে। প্রধান রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মূলধনকে শক্তিশালী করার জন্য বিশেষ ট্রেজারি বন্ড ইস্যু করা হবে।
এছাড়া সম্পত্তি বাজারে গতি ফেরাতে স্থানীয় সরকারকে অব্যবহৃত জমি কেনার জন্য বিশেষ বন্ড ব্যবহার করার অনুমতি দেয়া হবে, যা স্থানীয় সরকার ও সম্পত্তি বিকাশকারী উভয়ের ওপর তারল্য ও ঋণের চাপ কমাবে।
নিম্ন আয়ের পরিবার ও ছাত্রদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছে চীন সরকার। স্নাতকদের জন্য জাতীয় বৃত্তির সংখ্যা বার্ষিক ৬০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার অর্থাৎ দ্বিগুণ করা হবে, প্রতিটি বৃত্তির মূল্য শিক্ষার্থীপ্রতি বার্ষিক ৮ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার ইউয়ান হবে।