মেক্সিকোর গাড়ি আমদানিতে ২০০ শতাংশ শুল্কের পরিকল্পনা

স্টাফ রিপোর্টার

নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে মেক্সিকো থেকে আমদানি করা গাড়ির ওপর ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নির্বাচনী প্রচারের মাঝে এ ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্স।

এর আগে আরেক ঘোষণায় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমদানি করা গাড়ি ও ট্রাকের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। বাড়তি দাম চাপিয়ে ক্রেতাদের দেশীয়ভাবে উৎপাদিত গাড়ি কিনতে উৎসাহিত করে খাতটিকে এগিয়ে নিতে চান বলে জানান তিনি।

চলতি সপ্তাহে উইসকনসিন অঙ্গরাজ্যের জুনাউ বিমানবন্দরে নির্বাচনী সমাবেশে শুল্ক আরোপ দ্বিগুণ করবেন বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ‘যদি প্রয়োজন হয় তাহলে ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করব। ওই সব (আমদানি করা) গাড়িকে যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে দিতে পারি না।’

যুক্তরাষ্ট্রের দেশীয় গাড়ি শিল্পকে আরো শক্তিশালী করতে শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তার এ পরিকল্পনার কারণে গাড়ির দাম বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ লাখ গাড়ি রফতানি করেছে মেক্সিকো। এর প্রায় অর্ধেকই তৈরি করেছে জেনারেল মোটরস, ফোর্ড মোটর কোম্পানি ও স্টেলান্টিসের মতো শীর্ষ নির্মাতারা।

যুক্তরাষ্ট্রভিত্তিক থিংকট্যাংক প্রতিষ্ঠান ট্যাক্স পলিসি সেন্টার বলেছে, মেক্সিকো থেকে আমদানি করা গাড়ির ওপর শুল্ক আরোপ করা হলে শুধু যে আমদানি গাড়ির দাম বাড়বে তা কিন্তু নয়। এর সঙ্গে দেশীয় উৎপাদিত ও ব্যবহৃত গাড়িরও মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে।

সম্প্রতি দেশীয় শিল্প রক্ষায় চীনে নির্মিত বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ওপর শতভাগ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা দেশটির সমগ্র গাড়ি খাতের ওপর প্রভাব ফেলেছে। এর মাঝে এল ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রতিশ্রুতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *