দুর্বল ৪ ব্যাংক ধার পেল ৯৪৫ কোটি টাকা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে দুর্বল চারটি ব্যাংককে সবল ব্যাংক থেকে ৯৪৫ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। এ চার ব্যাংকের মধ্যে রয়েছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।

বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৩০০ কোটি টাকা ধার পেয়েছে। সিটি ব্যাংক ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে সোশ্যাল ইসলামী ব্যাংক ৩৫০ কোটি টাকা ধার পেয়েছে।

অন্যদিকে বেঙ্গল কমার্স ব্যাংক, মিউচ্যুয়্যাল ট্রাস্ট ব্যাংক ও সিটি ব্যাংক থেকে ২৭০ কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে ন্যাশনাল ব্যাংক। ইস্টার্ন ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী (২৫ কোটি) তারল্য সহায়তা পেয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *