পাম অয়েলের আমদানি শুল্ক কমাল ভারত
আমদানি কমতে থাকার জের ধরে পাম অয়েলের বাড়তি শুল্কহার কমানোর দাবি তুলেছিলেন ভারতীয় ভোজ্যতেল আমদানিকারকরা। অবশেষে নতুন বছরের শুরুতেই পরিশোধিত ও অপরিশোধিত দুই ধরনের পাম অয়েলের আমদানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে ভারত। ফলে আসিয়ানভুক্ত দেশগুলো থেকে পাম অয়েল আমদানিতে আগের তুলনায় কম শুল্ক দিতে হবে ভারতীয় আমদানিকারকদের। খবর ইকোনমিক টাইমস ও বিজনেস স্ট্যান্ডার্ড।
এর আগে আসিয়ানভুক্ত দেশগুলো থেকে অপরিশোধিত পাম অয়েল আমদানিতে ৪৪ শতাংশ হারে শুল্ক দিতে হতো ভারতীয় ভোজ্যতেল আমদানিকারকদের। দেশটির সরকারি ঘোষণা অনুযায়ী এখন এ শুল্কহার কমিয়ে ৪০ শতাংশ করা হয়েছে।
অন্যদিকে পরিশোধিত পাম অয়েল আমদানিতে ভারতীয় আমদানিকারকরা ৫৪ শতাংশ শুল্ক পরিশোধ করতেন। এখন থেকে তাদের পরিশোধিত পাম অয়েল আমদানিতে ৫০ শতাংশ হারে শুল্ক গুনতে হবে। সে হিসাবে পরিশোধিত ও অপরিশোধিত দুই ধরনের পাম অয়েল আমদানিতে বিদ্যমান শুল্কহার ৪ শতাংশ কমিয়েছে ভারত সরকার।
২০১৮ সালের শুরুতে ভারতে অপরিশোধিত পাম অয়েল আমদানিতে শুল্কহার ছিল ৩০ শতাংশ। অন্যদিকে পরিশোধিত পাম অয়েল আমদানিতে গুনতে হতো ৪০ শতাংশ শুল্ক। তবে গত বছরের মার্চে এক সরকারি আদেশে অপরিশোধিত পাম অয়েলের আমদানি শুল্ক বাড়িয়ে ৪৪ শতাংশ ও পরিশোধিত পাম অয়েলের আমদানি শুল্ক ৫৪ শতাংশ নির্ধারণ করে ভারত সরকার।
মূলত দেশীয় উৎপাদনকারীদের বিকাশের স্বার্থে পাম অয়েলের আমদানি শুল্ক বাড়ানো হয়। তবে পণ্যটির আমদানি অনেকাংশে কমে আসার জের ধরে ভারতীয় ভোজ্যতেল আমদানিকারকরা পাম অয়েলের আমদানি শুল্ক কমানোর দাবি জানিয়ে আসছিলেন।