সৌদি জিডিপিতে কমে আসবে জ্বালানি তেলের অবদান
জ্বালানি তেলবহির্ভূত খাতে সৌদি আরবের জিডিপি ২০৩০ সালের মধ্যে ৬ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বাড়তে পারে। এর বিপরীতে জ্বালানি তেলের অবদান কমতে পারে ৪-৬ শতাংশ। সম্প্রতি ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবালের এক প্রতিবেদনে এ আভাস দেয়া হয়েছে। খবর আরব নিউজ।
অর্থনীতিতে বৈচিত্র্য আনতে সৌদি সরকার যে রূপরেখা নিয়েছে, তাতে গত এক দশকে দেশটির জ্বালানি তেলবহির্ভূত খাত শক্তিশালী অবস্থান তৈরি করেছে। চলতি বছর সৌদি জিডিপিতে জ্বালানি তেল খাতের অবদান থাকবে ৩০ শতাংশ। এসঅ্যান্ডপি গ্লোবাল আভাস দিয়েছে, ২০৩০ সালের মধ্যে এটি কমে দাঁড়ায় ২৪ থেকে ২৬ শতাংশে। হাইড্রোকার্বন নির্ভরতা কমানোর ক্ষেত্রে এ পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ হিসেবে মূল্যায়ন করেছে সংস্থাটি।
এ রূপান্তরে মুখ্য ভূমিকা রাখবে ‘ভিশন ২০৩০’-এর অধীনে নেয়া মেগা প্রকল্পগুলো। এসব প্রকল্পের আর্থিক পরিমাণ ১ লাখ কোটি বা ১ ট্রিলিয়ন ডলারের বেশি। এর প্রায় অর্ধেক প্রকল্প পর্যটন-নির্ভর ‘নিওম’ প্রকল্পের অধীনে বাস্তবায়ন হচ্ছে।
এসঅ্যান্ডপি গ্লোবাল বলছে, সৌদি অর্থনীতিতে জ্বালানি তেলের অবদান কমে যাওয়ার পেছনে একাধিক অনুঘটক রয়েছে। প্রথমত, দেশটির অভ্যন্তরীণ চাহিদা বেড়ে গেছে। এছাড়া সৌদি সরকার বিনোদন ব্যয় বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে। কারণ আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে দেশটিতে বিনোদন ব্যয় অন্যান্য দেশের চেয়ে কম।
তবে জিডিপিতে ভারসাম্য বজায় রাখতে জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর লক্ষ্যও রয়েছে সৌদি সরকারের। ২০২৮ সালের মধ্যে দৈনিক উত্তোলন বাড়িয়ে ১ কোটি ১০ লাখ ব্যারেলে উন্নীত করতে চায় তারা।