গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত
স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জের কাশিয়ানিত বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাৎক্ষণিতভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সজিব এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালের দিকে বাস ও ট্রাকটির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।