মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে ওয়ালটন প্লাজার ত্রাণ বিতরণ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওয়ালটন প্লাজার পক্ষ থেকে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট, ২০২৪) উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জেলার ১২টি ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ওই কার্যক্রম পরিচালনা করে।
জানা গেছে, ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো শুকনো খাবার যেমন-চিড়া, মুড়ি, বিস্কুট, পাউরুটি, গুড়, সরিষা তেল, খাবার স্যালাইন, জরুরি ওষুধ, বিশুদ্ধ খাবার পানি, সাবান, দেয়াশলাই ইত্যাদি।
ত্রাণ কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের রিজিওনাল সেলস ম্যানেজার কামরুল হাসান ও রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আরিফুল ইসলামসহ বিভিন্ন ওয়ালটন প্লাজার ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তারা।
রিজিওনাল সেলস ম্যানেজার কামরুল হাসান বলেন, অবস্থা স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা শুধু ত্রাণ বিতরণই করছি না, বন্যার এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতেও কাজ করছি। ওয়ালটন পরিবার বিপদকালে সবসময় দেশের মানুষের পাশে থাকে, আছে।