স্পট মার্কেটে কমেছে স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে বেশ কয়েকদিন ধরেই রেকর্ড সর্বোচ্চ দামে স্বর্ণ বেচাকেনা হচ্ছে। তবে স্পট মার্কেটে গতকাল মূল্যবান ধাতুটির দাম আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। প্রতি আউন্সের মূল্য নেমেছে ২ হাজার ৫১৪ ডলার শূন্য ৩ সেন্টে। এর আগে মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম রেকর্ড ২ হাজার ৫৩১ ডলার ৬০ সেন্টে পৌঁছেছিল। গতকাল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এ পর্যন্ত মূল্যবান ধাতুটির দাম ৪৭০ ডলার বা ২২ শতাংশ পর্যন্ত বেড়েছে। ভূরাজনৈতিক উত্তেজনাসহ আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনার কারণেও দাম বাড়ছে মূল্যবান ধাতুটির।
তবে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৫৫১ ডলার ৮০ সেন্টে।
অন্যদিকে গতকাল স্পট মার্কেটে রুপার দাম আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি মূল্য স্থির হয়েছে ২৯ ডলার ৫৩ সেন্টে।