টাকা পাচারকারীদের টাকার বালিশে ঘুমাতে দেওয়া হবে না
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘টাকা পাচারকারীদের টাকার বালিশে ঘুমাতে দেওয়া হবে না। তাদের বিশ্বের কোনো দেশেই সুখে-শান্তিতে ঘুমাতে দেবো না। দেশীয় আইনের পাশাপাশি তাদের আন্তর্জাতিক আইনের আওতায় আনা হবে। দরকার হলে আন্তর্জাতিক আইন প্রয়োগ করে তাদের দৌড়ের ওপর রাখা হবে।
বুধবার (১৪ আগস্ট) গভর্নর হিসেবে যোগদানের প্রথম দিনে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকখাত থেকে টাকা বের করে নেওয়ায় অনেকগুলো ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কর্মকাণ্ডে যারা জড়িত ছিল তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।
আমরা শুরুতেই মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ নেবো। মূল্যস্ফীতি স্বাভাবিক গতিতে বেড়েছে। এটা আবার স্বাভাবিক গতিতেই কমবে। তবে মূল্যস্ফীতি কমতে কিছুটা সময় লাগবে।
তিনি বলেন, বিভিন্ন ব্যাংকে এ মুহূর্তে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বিভিন্ন দাবি-দাওয়া ও মালিকানা নিয়ে এ বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। মালিকানা নিয়ে ন্যায়সঙ্গত বিষয়গুলো আইনানুসারে দেখা হবে। ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে কাজ করতে হবে। আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে বসতে হবে। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে।