দুবাইয়ের আবাসন খাতে এক সপ্তাহে রেকর্ড লেনদেন
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে গত সপ্তাহে ১ হাজার ২৯০ কোটি আমিরাতি দিরহাম তথা ৩৫০ কোটি ডলারের বেশি লেনদেন হয়েছে। লেনদেনকৃত অর্থের এ পরিমাণ আগের যেকোনো সাপ্তাহিক হিসেবে নতুন রেকর্ড গড়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
দেশটির ভূমি বিভাগের তথ্যমতে, ৮-১২ জুলাই পর্যন্ত মোট ২ হাজার ৯২৮টি বেচাকেনায় লেনদেনের নতুন রেকর্ড হয়েছে। এর আগে সম্পত্তি খাতে সাপ্তাহিক লেনদেনের সর্বোচ্চ অংক ছিল ১ হাজার ৪৩ কোটি দিরহাম বা ২৮০ কোটি ডলার।
ইউএইর ভূমি বিভাগের ওয়েবসাইটে তালিকাভুক্ত শীর্ষ বিক্রি লেনদেনগুলো প্রকাশ করা হয়েছে। তথ্যানুসারে, বিলাসবহুল আবাসন ওয়ান ক্যানেলে ৩ কোটি ৩০ লাখ দিরহামে একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে। একই আবাসনের আরেকটি অ্যাপার্টমেন্ট ২ কোটি ৮০ লাখ দিরহাম দাম পেয়েছে।
বুর্জ খলিফার কাছে বাকারা রেসিডেন্সে একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে, যেটির দাম ছিল ২ কোটি ৭৬ লাখ দিরহাম।
এছাড়া গত সপ্তাহে ১৮৬ কোটি দিরহাম মূল্যের বন্ধক চুক্তি হয়েছে দুবাইয়ে। একই সময়ে উপহার হিসেবে দেয়া সম্পত্তি বাবদ লেনদেনের মূল্য ছিল ৫৯ কোটি ২০ লাখ দিরহাম।
বিলাসবহুল আবাসন খাতের জন্য দুবাইয়ের আলাদা পরিচিতি রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে অবৈধভাবে অর্জিত অর্থের বড় একটি অংশ বিনিয়োগ হচ্ছে শহরটির সম্পত্তি খাতে। মূলত অর্থ স্থানান্তর, কর ও ভিসা সুবিধার জন্য বিদেশীদের কাছে দুবাই ও আবুধাবির মতো শহরের বিলাসবহুল আবাসনের চাহিদা বাড়ছে।
বিশ্বের উঠতি ধনীদের আকৃষ্ট করার জন্য আমিরাত সরকারের বিভিন্ন নীতিও আবাসন কোম্পানিগুলোকে ব্যাপকভাবে সহায়তা করছে। আন্তর্জাতিক বিনিয়োগ অভিবাসন উপদেষ্টা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক সমীক্ষা অনুসারে, এ বছরের শেষ নাগাদ রেকর্ড ৬ হাজার ৭০০ মিলিয়নেয়ার সংযুক্ত আরব আমিরাতকে সেকেন্ড হোম বানাবেন, যা টানা তিন বছর আমিরাতকে ধনীদের জন্য বিশ্বের শীর্ষ গন্তব্যে পরিণত করবে।