রিফাত গার্মেন্টস বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেল
সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি (স্বর্ণ) পেয়েছে হা–মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রপ্তানি খাতের সবচেয়ে সম্মানজনক এ পদক হা–মীম গ্রুপের পরিচালক সাজিদ আজাদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে ২০২১-২২ অর্থবছরে রপ্তানিতে অবদানের জন্য মোট ৭৭ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কিন্তু নতুন সুযোগ আছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব–এশিয়া এবং পূর্ব ইউরোপের দেশগুলোতে আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারব। এই সুযোগটা আমাদের নিতে হবে। এজন্য আমরা এরই মধ্যে কাজ করছি। মাঝে মাঝে প্রতিনিধিও পাঠাচ্ছি এসব জায়গায়।’
শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা অল্প কিছু রপ্তানি পণ্যের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখতে চাই না। আমাদের রপ্তানি বাড়াতে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদের উৎপাদন যেমন বাড়াব, রপ্তানিও বাড়াব। দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে অর্থনৈতিকভাবেও আমরা এগিয়ে যাব।‘
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় রপ্তানি ট্রফি বিতরণকালে অনেক যুব উদ্যোক্তা দেখতে পেয়ে আমি আনন্দিত। অনেকেই বাবার ব্যবসা ধরে রেখে এগিয়ে নিয়ে গেছেন এবং ট্রফি হাতে তুলে নিয়েছেন। এতেই আমার মনে একটি আশার আলো দেখতে পাই যে, বাংলাদেশ এগিয়ে যাবে এবং এই যুব সমাজই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।‘
সর্বোচ্চ সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় হা–মীম গ্রুপের পরিচালক সাজিদ আজাদ বলেন, ‘এ পর্যন্ত চারবার শেখ মুজিব রপ্তানি ট্রফি দেওয়া হয়েছে। এর মধ্যে হা–মীম গ্রুপ তিনবার এ ট্রফি পাওয়ায় গ্রুপের প্রতিটি সদস্য আনন্দিত। তাছাড়া এবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কাছ সম্মাননা গ্রহণ করতে পারায় তারা গর্বিত।‘ তিনি আরও বলেন, ‘আমরা সম্মিলিতভাবে দেশের রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারের ঘরে উন্নীত করতে পারব।‘
তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস ২০১৮–১৯ এবং ২০২০–২১ অর্থবছরের রপ্তানির জন্যও বঙ্গবন্ধু রপ্তানি ট্রফি পায়। হা–মীম গ্রুপের আরও দুই প্রতিষ্ঠান এবার রপ্তানি ট্রফি পেয়েছে। অ্যাপারেল গ্যালারি তৈরি পোশাক (ওভেট) ক্যাটাগরিতে রৌপ্য ট্রফি এবং হা–মীম ডেনিম লিমিটেড টেক্সটাইল ফেব্রিক্সে রৌপ্য ট্রফি ট্রফি পেয়েছে।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি। সম্মানিত অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন ও এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল উপস্থিত ছিলেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন স্বাগত বক্তব্য দেন।