যুক্তরাষ্ট্রে ইসলামিক সেন্টার পরিদর্শন করবেন বাবর-রিজওয়ান

স্টাফ রিপোর্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের ইসলামিক সেন্টার পরিদর্শন করবেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। আগামী ১ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে ইসলামিক গবেষণা সেন্টারে একটি চ্যারিটি ইভেন্টে যোগ দেবেন পাকিস্তানের এই দুই তারকা ক্রিকেটার।

পাকিস্তানের খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকেট পাকিস্তান’ এর এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

ইভেন্টে বাবর-রিজওয়ান সাধারণ মানুষদের সুদবিহীন ঋণ প্রদান এবং শিক্ষার্থীদের শিক্ষা অনুদান প্রদানে সহায়তা করবেন বলে জানা গেছে। এই জনহিতকর প্রচেষ্টা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার ও শিক্ষামূলক উদ্যোগগুলোর সমর্থন ও অনুপ্রাণিত করার জন্য নেওয়ার হয়েছে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সফরে ইসলামিক সেন্টার পরিদর্শনের রেকর্ড আছে বাবর ও রিজওয়ানের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরেও তাদের ইসলামিক বক্তব্য দিতে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে।

আশা করা হচ্ছে, বাবর-রিজওয়ানের এই সফরে অসংখ্য মানুষের সমাগম হবে। পছন্দের তারকাদের দেখতেই অনেকে ভিড় জমাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *