রেকর্ড ৫০০ কোটি ডলার মুনাফা এমিরেটসের
স্টাফ রিপোর্টার
২০২৩-২৪ অর্থবছরে (মে-এপ্রিল) শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে দুবাইয়ের এমিরেটস এয়ারলাইনস। এ অর্থবছরে কোম্পানিটি রেকর্ড ১ হাজার ৮৭০ কোটি আমিরাতি দিরহাম (৫০০ কোটি ডলারের বেশি) মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের চেয়ে ৭১ শতাংশ বেশি। এছাড়া সংস্থাটির আয় ১৩ শতাংশ বেড়ে হয়েছে ১২ হাজার ১২০ কোটি দিরহাম। এ বিষয়ে এমিরেটস এয়ারলাইনসের চেয়ারম্যান ও সিইও শেখ আহমেদ বিন সায়েদ আল মাকতুম বলেন, ‘গত বছর বিশ্বজুড়ে উড়োজাহাজের উচ্চ চাহিদা দেখা গেছে। সে অনুযায়ী পরিষেবা সরবরাহ করতে পারায় আমাদের আর্থিক ফলাফল ছিল অসাধারণ।’ খবর ও ছবি অ্যারাবিয়ান বিজনেস