বিএনপির তিনটি আসন পেল গণফোরা

বিএনপির প্রার্থীশূন্য তিনটি আসনে গণফোরামের প্রার্থীকে সমর্থন দেয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন।

গণফোরামের তিন প্রার্থী হলেন- মানিকগঞ্জ-৩ আসনে সাবেক এমপি গণফোরাম নেতা মফিজুল ইসলাম খান কামাল, জামালপুর-১ সিরাজুল হক এবং সিলেট-৫ এ মুকাব্বির খানকে বিএনপির সমর্থন দেয়া হয়েছে। এ তিন আসনে উদীয়মান সূর্য্য প্রতীকে তারা নির্বাচন করবেন।

সিলেট-৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি জটিলতায় সর্বোচ্চ আদালতে গিয়েও তার প্রার্থিতা স্থগিত হয়। মানিকগঞ্জ-৩ আসনে ঋণ খেলাপির কারণে আফরোজা খান রীতার মনোনয়ন স্থগিত হয় এবং জামালপুর-১ রশিদুজ্জামান মিল্লাতের প্রার্থিতা বাতিল হয়।

বিএনপির নির্বাচন পরিচলনা কমিটির প্রধান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির প্রার্থীশূন্য আসনে স্থানীয়ভাবে এ সমর্থন দেয়া হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *