মারুতি সুজুকির মুনাফা বেড়েছে ৪৭ শতাংশ
সর্বশেষ প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বড় অংকের মুনাফা অর্জন করেছে জাপানিজ গাড়ি নির্মাতা মারুতি সুজুকির সহযোগী প্রতিষ্ঠান মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড (এমএসআইএল)। মার্চে শেষ হওয়া কোম্পানির চতুর্থ প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ৩ হাজার ৯৫২ কোটি রুপি। এটি ২০২৩ সালের একই প্রান্তিকের ২ হাজার ৬৮৭ কোটি রুপির তুলনায় ৪৭ শতাংশ বেশি। খবর দ্য হিন্দু।
মূলত গাড়ি বিক্রি বৃদ্ধি, পণ্যের অনুকূল মূল্য ও অন্যান্য আয়ের কারণে মুনাফার এমন উল্লম্ফন দেখেছে মারুতি সুজুকি। এ প্রান্তিকে কোম্পানিটির সামগ্রিক আয় ২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৬৫৪ কোটি রুপিতে। এক বছর আগে একই প্রান্তিকে সামগ্রিক আয় ছিল ৩৩ হাজার ১৫ কোটি রুপি।
জানুয়ারি-মার্চ তিন মাসে ভারতে কোম্পানিটির গাড়ি বিক্রি হয়েছে ৫ লাখ ৮৪ হাজার ৩১ ইউনিট। ২০২৩ সালের একই সময়ে বিক্রি হয়েছিল ৫ লাখ ১৪ হাজার ৯২৭ ইউনিট। সে হিসাবে গাড়ি বিক্রি বেড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ।
এদিকে ২০২৩-২৪ অর্থবছরে মারুতি সুজুকি ইন্ডিয়ার সামগ্রিক নিট মুনাফা হয়েছে ১৩ হাজার ৪৮৮ কোটি রুপি, যা ২০২২-২৩ অর্থবছরের ৮ হাজার ২৬৩ কোটি রুপি থেকে প্রায় ৬৩ দশমিক ২৩ শতাংশ বেশি।
গত অর্থবছরে মোট আয় ২১ শতাংশ বেড়েছে কোম্পানিটির। এর পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯৫১ কোটি রুপি, যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ১ লাখ ২০ হাজার ৬৭৪ কোটি রুপি। কোম্পানিটি ২০২৩-২৪ অর্থবছরে মোট গাড়ি বিক্রি করেছে ২১ লাখ ৩৫ হাজার ৩২৩ ইউনিট, যা ২০২২-২৩ অর্থবছরের ১৯ লাখ ৬৬ হাজার ১৬৪ ইউনিটের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ বেশি।
এমএসআইএলের চেয়ারম্যান আরসি ভারগভ সাংবাদিকদের বলেন, ‘গত বছরের উচ্চ বিক্রির কারণে এ বছর পুরো খাতেই প্রবৃদ্ধি কিছুটা কম দেখা যেতে পারে। এক্ষেত্রে চলতি বছরে দুই অংকের (ডাবল ডিজিট) মুনাফার প্রত্যাশা নিয়ে এগোচ্ছে মারুতি সুজুকি।’