ফিনল্যান্ড সীমান্তে সেনা মোতায়েন করবে রাশিয়া: পুতিন

স্টাফ রিপোর্টার

সম্প্রতি রাশিয়ার হুমকি উপেক্ষা করে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। তাদের এই পদক্ষেপকে অর্থহীন আখ্যা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিনল্যান্ড সীমান্তে সেনা ও প্রয়োজনীয় অস্ত্র মোতায়েন করা হবে।

এর আগে পুতিন বলেছেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের চেয়ে অত্যাধুনিক।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত। একইসঙ্গে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সৈন্য পাঠায়, তবে তা যুদ্ধ দীর্ঘায়িত করার একটি ষড়যন্ত্র বলে বিবেচিত হবে ও মস্কো তার উপযুক্ত জবাব দেবে।

রাশিয়ায় ও ইউক্রেনের মধ্যে যে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ চলছে তা কোথায় গিয়ে শেষ হবে তার কোনো ইঙ্গিত মিলছে না। সম্প্রতি দুই পক্ষই হামলা জোরদার করেছে। বিশেষ করে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে।

জানা গেছে, সোভিয়েত আমলের পারমাণবিক অস্ত্রের বড় ভাণ্ডার রয়েছে রাশিয়ার, যা সংখ্যায় অন্য যে কোনো দেশের তুলনায় বেশি।

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী, পুতিনের নিয়ন্ত্রণে পাঁচ হাজার ৫৮০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *