ম্যানচেস্টার ডার্বিতে ৩-১ গোলে জিতল ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রোববার ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে শীর্ষ দল লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান ফের কমিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার নটিংহ্যাম ফরেস্টকে ৯৯তম মিনিটের গোলে ১-০ ব্যবধানে হারিয়ে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট সংগ্রহ করে সিটির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে যায় অল রেডরা। আজ ম্যানইউকে হারিয়ে ফের ব্যবধান কমিয়ে ১-এ নামিয়ে এনেছে পেপ গার্দিওলার দল। ২৭ ম্যাচে সিটির পয়েন্ট ৬২। ম্যানইউ ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে
অবিশ্বাস্য কামব্যাকে জিতেছে ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামে মার্কাস র্যাশফোর্ডের গোলে অষ্টম মিনিটেই লিড নেয় ম্যানইউ। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় এরিক টেন হ্যাগের দল। সিটি খেলায় ফেরে দ্বিতীয়ার্ধে। ৫৬ মিনিটে ফিল ফডেন সমতা আনে। ইংলিশ খেলোয়াড়টি ৮০ মিনিটে ফের গোল করে সিটিকে এগিয়ে দেন। এরপর যোগ করা সময়ে রদ্রির পাস থেকে গোল করে সিটির জয় নিশ্চিত করেন আর্লিং হালান্ড।