বাণিজ্যমেলায় আরএমপি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার পেলো জেডিপিসি

স্টাফ রিপোর্টার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসরে সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন (আরএমপি) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার জিতেছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জেডিপিসির নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) গোপাল চন্দ্র দাশের হাতে এ পুরস্কার তুলে দেন।

জেডিপিসির নির্বাহী পরিচালক বলেন, এ অর্জন বহুমুখী পাটপণ্য প্রসারে উদ্যোক্তাদের উৎসাহ যোগাবে। বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, এবং সচিব মো. আব্দুর রউফ বাণিজ্যমেলায় নান্দনিক প্যাভিলিয়নটি নির্মাণসহ নানা বিষয়ে নির্দেশনা দেন। তাদের নির্দেশনা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *