জ্বালানি তেলের দাম ৪৫ ডলারে নেমে এসেছে
বছরের শেষ সময়ে এসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে গেছে। এ ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের বাজারে শুক্রবার প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪৫ ডলারে নেমে এসেছে।
একই দিন ব্রেন্ট ক্রুডের দাম নেমে এসেছিল ৫৩ ডলারের নিচে। মূলত ৩১ ডিসেম্বর ওপেকের বৈশ্বিক উত্তোলন হ্রাস সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সরবরাহ বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। খবর রয়টার্স।
এদিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ১ শতাংশ কমেছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৫৩ ডলার ৮২ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৫৩ সেন্ট কম। দিনের শুরুতে জ্বালানি পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৫২ ডলার ৭৯ সেন্টে নেমে এসেছিল। ২০১৭ সালের সেপ্টেম্বরের পর এটাই ব্রেন্ট ক্রুডের সর্বনিম্ন দাম।
অন্যদিকে এদিন ডব্লিউটিআইয়ের দাম কমেছে ব্যারেলে ২৯ সেন্ট। দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয় ৪৫ ডলার ৫৯ সেন্টে। দিনের শুরুতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম ৪৫ ডলার ১৩ সেন্টে নেমে এসেছিল। আগামী দিনগুলোয় সরবরাহ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে শুক্রবার শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১১ শতাংশ কমে এসেছে।