কেজিতে ৬০ টাকা কমেছে শুকনা মরিচের দাম

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরায় ১৫ দিনের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে কেজিতে ৫০-৬০ টাকা পর্যন্ত কমেছে শুকনা মরিচের দাম। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সর্ববৃহৎ বাণিজ্যিক মোকাম সুলতানপুর বড় বাজারের কয়েকটি মসলা আড়ত ঘুরে এ তথ্য জানা গেছে।

বাজারসংশ্লিষ্টরা জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি বেড়েছে। সরবরাহ বেড়েছে স্থানীয় বাজারেও। ফলে দাম কমতির দিকে জেলার হাটবাজারগুলোয়।

সুলতানপুর বড় বাজারের অন্যতম মসলা বিপণন আড়ত মেসার্স আবির ভাণ্ডারে গতকাল শুকনা মরিচ পাইকারি বিক্রি হয়েছে প্রতি কেজি ৪৩০-৪৩৫ টাকা দরে, যা দুই সপ্তাহ আগে ছিল ৪৮০-৪৯০ টাকা। দাম কমে যাওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল আজিজ জানান, সম্প্রতি বাজারে শুকনা মরিচের সরবরাহ বেড়েছে। পাশাপাশি ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানিও বেড়েছে। এ কারণেই দাম কমতির দিকে।

ভোমরা স্থলবন্দরের মসলা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, ভারতে সরবরাহ বাড়ার পাশাপাশি দামও কিছুটা কমে এসেছে। এ সুযোগে পণ্যটির আমদানি বাড়িয়ে দিয়েছেন দেশের আমদানিকারকরা।

তিনি আরো বলেন, ‘‌এখন সপ্তাহে ২০-২৫ ট্রাক শুকনা মরিচ আমদানি হচ্ছে। ২০-২২ দিন আগেও সপ্তাহে ১৪-১৫ ট্রাক আমদানি হয়েছিল।

আমদানীকৃত এসব মরিচ ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।’

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল্লাহ বলেন, ‘বাজারে সরবরাহ বাড়লে যেকোনো পণ্যের দাম কমে যায়। তবে কোনো পাইকারি বা খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্রেতাকে ঠকিয়ে যদি দাম বেশি নেয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *