ইটিএফ ট্রেডিংয়ে প্রথম দিনে লেনদেন ৪৬০ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সম্প্রতি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) মাধ্যমে বিটকয়েনে বিনিয়োগের অনুমোদন দিয়েছে। ফলে প্রথাগত নিয়মে বিটকয়েনে বিনিয়োগ করতে পারছেন ব্যবসায়ীরা। অনুমোদনের প্রথম দিনই ৪৬০ কোটি ডলার লেনদেন হয়েছে বলে জানা গেছে। খবর রয়টার্স।
ক্রিপ্টোকারেন্সির অনুমোদনকে এ খাতের যুগান্তকারী ঘটনা হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা। মূলধারার অধিকাংশ বিনিয়োগকারী ও ব্যবসায়ীর জন্য বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি এখনো ঝুঁকিপূর্ণ। এ ঝুঁকি কমাতে ইটিএফ কার্যকর ভূমিকা রাখছে।
অনুমোদনের পর ব্ল্যাকরকের আইশেয়ার বিটকয়েন ট্রাস্ট, গ্রেস্কেল বিটকয়েন ট্রাস্ট এবং এআরকে ২১ শেয়ার বিটকয়েন ইটিএফসহ ১১টি স্পট বিটকয়েন ইটিএফ লেনদেন শুরু করে। এতে শেয়ারবাজারে তীব্র প্রতিযোগিতা শুরু হয়।
এলএসইজির তথ্যে দেখা গেছে, গ্রেস্কেল, ব্ল্যাকরক এবং ফিডেলিটি লেনদেনের ক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছে।
ভেটাফাইয়ের কৌশলবিদ টড রোজেনব্লুথ বলেছেন, ‘নতুন ইটিএফ পণ্যগুলোর জন্য লেনদেন তুলনামূলকভাবে শক্তিশালী হয়েছে। কিন্তু এটি শুধু একদিনের লেনদেনের চিত্র।’
ডিজিটাল এ মুদ্রার অনুমোদন খুব সহজে আসেনি। ২০১৩ সাল থেকে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো ইটিএফের মাধ্যমে বিটকয়েনে অনুমোদন অর্জনের চেষ্টা করছিল। তবে নিয়ন্ত্রক সংস্থা এসইসি এত দিন অনুমোদন দেয়নি। প্রায় এক দশকের লড়াইয়ের পর দেরিতে হলেও সবুজসংকেত মিলেছে।
কয়েকজন বিশ্লেষক বিটকয়েনকে উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন। মিউচুয়াল ফান্ডের বড় প্রভাইডার ভ্যানগার্ড বলেছে, ব্রোকারেজ ক্লায়েন্টদের জন্য তাদের প্লাটফর্মে স্পট বিটকয়েন ইটিএফের নতুন ব্যাচ তৈরি করার কোনো পরিকল্পনা নেই।
এর আগে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে সব স্পট বিটকয়েন ইটিএফ প্রত্যাখ্যান করেছিল এসইসি।
এসইসি চেয়ারম্যান গ্যারি গেনসলার এক বিবৃতিতে বলেছেন, অনুমোদনগুলো বিটকয়েনের অনুমোদন নয়। এটিকে অনুমানমূলক উদ্বায়ী সম্পদ বলে অভিহিত করা হয়েছে।
ইটিএফগুলো ২০২১ সালের ডিসেম্বরের পর থেকে বিটকয়েনের দাম সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে। এটি সর্বশেষ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ৪৬ হাজার ৩০৩ ডলার হয়েছে। যেখানে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথারের দাম ২ দশমিক ৭৯ শতাংশ বেড়ে ২ হাজার ৫৯৭ ডলার হয়েছে।
নিয়ন্ত্রকদের সম্মতি ইস্যুকারীদের মধ্যে মার্কেট শেয়ারের জন্য তীব্র প্রতিযোগিতার জন্ম দিয়েছে। কেউ কেউ পণ্যটির জন্য ফি কমিয়ে দিয়েছে।
ইটিএফ ট্রেডিং শুরু করার পর ভালকিয়ার তাদের ফি দ্বিতীয়বার কমিয়ে দশমিক ২৫ শতাংশ করেছে এবং প্রথম তিন মাসের জন্য মওকুফ করেছে।