এসএমই পণ্য মেলা শুরু ২৯ ফেব্রুয়ারি
দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের অন্যতম বড় সম্মেলন জাতীয় এসএমই পণ্য মেলা। মেলার ১১তম আসর আগামী বছরের ২৯ ফেব্রুয়ারি শুরু হবে।
এক নোটিশে এ তথ্য জানিয়েছে এসএমই ফাউন্ডেশন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সপ্তাহব্যাপী এ মেলা চলবে ৬ মার্চ পর্যন্ত।
চলতি বছরের ৫ থেকে ১১ নভেম্বরে ১১তম জাতীয় এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে বিবেচনায় রেখে এ মেলার তারিখ পেছানো হয়।
এদিকে নোটিশে বলা হয়, মেলায় স্টলের জন্য নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে। এবার স্টল ফি কেবলমাত্র পে-অর্ডারের মাধ্যমে গ্রহণ করা হবে।
মেলার আয়োজক প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মাসুদুর রহমান বলেন, নভেম্বরে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সমাপনী পরীক্ষা থাকায় উদ্যোক্তারা মেলার সময় পেছানোর অনুরোধ জানান। এরপর জাতীয় নির্বাচনের বাস্তবতা ও বাণিজ্যমেলার সময়ের কথা চিন্তা করে এসএমই মেলার সময় পিছিয়ে ফেব্রুয়ারির শেষে করা হয়েছে।