ভারত-পাকিস্তানকে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ছাড়িয়েছি: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি শনৈ শনৈ বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাংক, আইএমএফ আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বলেছে, ২০১৮ সালেই আমরা ভারতকে ছাড়িয়ে গেছি; ২০১৬ সালে ছাড়িয়েছি পাকিস্তানকে। যারা মন্দ বলছে, তাদের কথা মানব নাকি পণ্ডিতদের কথা শুনব?
সুনামগঞ্জে রোববার (২৪ ডিসেম্বর ২০২৩) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ায় মানুষের জীবনমানের উন্নতি হচ্ছে। প্রতিদিন ঢাকা-সৈয়দপুর রুটে বিমান চলে ১৮টি। এ ছাড়া ঢাকা-কক্সবাজার ও ঢাকা-সিলেট রুটে ১৬টি করে বিমান চলে। অথচ এসব বিমানে আসন খালি পাওয়া যায় না। ট্রেনে, বাসে, বাজারে ভিড়। মানুষ কাজ করছে। বিএনপি নেতাদের অপপ্রচার বিশ্বাস করব নাকি চোখের সামনে যা দেখছি সেটি বিশ্বাস করব?
বিএনপির আহ্বানে ভোটকেন্দ্রে ভোটার কম আসতে পারে কিনা– গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, তারা (বিরোধী দল) তাদের কাজ করছে। আমরা (সরকার) আমাদের কাজ করছি। গ্রামের লোকজনের সঙ্গেই আছি আমরা। তবে কোথাও নাশকতা ঘটানোর চেষ্টা হলে প্রশাসন দেখবে।