সাংহাইয়ে কারখানার জন্য জমি কিনছে টেসলা
মেগাপ্যাক ব্যাটারি উৎপাদন করতে সাংহাইয়ে জমি কেনার চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের শেষ দিকে সেখানে উৎপাদন কর্যক্রম শুরু করবে মার্কিন এই প্রতিষ্ঠানটি। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি। খবর গালফ নিউজ।
চীনের সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, সাংহাইয়ের ৪৮ দশমিক ৭ একর জমি অধিগ্রহণ করতে এরই মধ্যে প্রায় ৩ কোটি ১১ লাখ ডলার পরিশোধ করেছে টেসলা। মডেল-৩ ও মডেল-ওয়াই নির্মাণের আরেক কারখানার পাশে বর্তমান জমিটি অধিগ্রহণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেনি টেসলা কর্তৃপক্ষ। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রতি বছর অন্তত ১০ হাজার মেগাপ্যাক ব্যাটারি উৎপাদন করবে কোম্পানিটি।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আরো বলা হয়েছে, ২০২৪ সালের শেষ নাগাদ প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন কর্যক্রম শুরু করবে। এর আগে গত এপ্রিলে চলতি বছরের শেষ নাগাদ এ প্রকল্প শুরুর পূর্বাভাস দিয়েছিল টেসলা কর্তৃপক্ষ।
বর্তমানে সাংহাইয়ের গিগাফ্যাক্টরিতে বছরে ১১ লাখ ইউনিট গাড়ি উৎপাদন করছে টেসলা। মূলত চীনে বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের প্রতিষ্ঠা করতেই এসব প্রকল্প হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।