ব্যবহৃত সেলফোন বিক্রির আগে করণীয়
বাজারে প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির নতুন সেলফোন আসছে। অনেকেই প্রয়োজন বা পছন্দের পরিপ্রেক্ষিতে নতুন ডিভাইস কেনার জন্য পুরনোটা বিক্রি করে দেয়। তবে ডিভাইস বিক্রির আগে বেশকিছু কাজ সম্পন্ন করা জরুরি, যা ব্যক্তিগত ও তথ্যের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
প্রথমেই সেলফোনে লগ ইন থাকা সব অ্যাকাউন্ট লগ আউট করতে হবে। বিশেষ করে জিমেইল, ফেসবুক, টুইটার ও প্লে স্টোর। এগুলো লগ ইন থাকলে গুরুত্বপূর্ণ তথ্য চুরি হতে পারে।
অ্যাকাউন্ট লগ আউটের পর ডিভাইসে থাকা মাইক্রো এসডি কার্ড খুলে ফেলতে হবে। অসাবধানতাবশত অনেকে কার্ডসহ ডিভাইস বিক্রি করে দেয়। এতে তথ্য বেহাত হওয়ার আশঙ্কা বেশি থাকে।
শুধু কার্ড অপসারণ করলেই কাজ শেষ নয়। সেলফোন বিক্রির আগে গুগলসহ সব জায়গার সার্চ হিস্ট্রি মুছে ফেলতে হবে। ওয়েব ব্রাউজার থেকে শুরু করে কল লগ, ইউটিউব সব জায়গায় এ কাজ করতে হবে।
সার্চ হিস্ট্রির সঙ্গে অতিরিক্ত ইনস্টল করা সব অ্যাপ আনইনস্টল করে দিতে হবে। আর সর্বশেষ ধাপ হচ্ছে সেলফোন বা স্মার্টফোনটির সব ফাইল, ছবি ব্যাকআপ করার পর রিসেট দেয়া। এতে ডিভাইসে থাকা সব ধরনের ফাইল, ক্যাশ, হিস্ট্রি মুছে যাবে এবং নতুনের মতো হয়ে যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই সেলফোনে থাক ছবি, কন্টাক্ট, ফাইল সংরক্ষণ করতে হবে। কেননা ডিলিট করে দিয়ে সেলফোন বিক্রি করে দিলে সেগুলো আর ফেরত পাওয়ার উপায় থাকবে না। —গ্যাজেটসনাউ অবলম্বনে