চীনের কয়লা আমদানি বেড়েছে ২১ শতাংশ
চীনে নভেম্বরের কয়লা আমদানি আগের মাসের তুলনায় ২০ দশমিক ৯ শতাংশ বেড়েছে। সম্প্রতি দেশটির কাস্টমস তথ্য থেকে এ খবর জানা গেছে। শীতের আগে পণ্যটির মজুদ বাড়াতে ব্যাপক আমদানি বাড়িয়েছেন চীনা ক্রেতারা। আমদানি বৃদ্ধিতে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম কমার ঘটনা মূল প্রভাবক হিসেবে কাজ করেছে। খবর হেলেনিক শিপিং নিউজ।
চীন বিশ্বের শীর্ষ কয়লা আমদানিকারক। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের পরিসংখ্যান বলছে, গত মাসে দেশটি ৪ কোটি ৩৫ লাখ ১০ হাজার টন কয়লা আমদানি করেছে। ২০২২ সালের নভেম্বরের তুলনায় যা ৩৪ দশমিক ৭ শতাংশ বেশি।
চায়না কোল ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের বিশ্লেষকরা জানিয়েছেন, স্থানীয় কয়লার চেয়ে আন্তর্জাতিক বাজারে দাম কম থাকায় আমদানিকারকরা আকৃষ্ট হয়েছেন। সাশ্রয়ী মূল্য সুবিধা থাকায় তারা ব্যাপক হারে আমদানি করেছেন। এমনকি শীত মৌসুমে বিদ্যুৎ উৎপাদন খাতে কয়লার চাহিদা কিছুটা কমা সত্ত্বেও আমদানি বেড়েছে। তবে অন্যান্য পরিষেবা খাতে জ্বালানি পণ্যটির চাহিদা রয়েছে।
কাস্টমসের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত প্রথম ১১ মাসে চীন মোট ৪২ কোটি ৭১ লাখ ৪০ হাজার টন কয়লা আমদানি করেছে, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৬২ দশমিক ৯ শতাংশ বেশি।