টেকসই অর্থায়নে ২৭,২০০ কোটি ডলার দেবে ইউএই ব্যাংকস ফেডারেশন
টেকসই অর্থায়নে ২৭ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমিরাতের ব্যাংকস ফেডারেশন। গ্রুপটি আরব আমিরাতের ৫৬ ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে। দুবাইয়ে চলমান কপ২৮ সম্মেলনে এ ঘোষণা দেয় গ্রুপটি। ২০৩০ সালের মধ্যে এ অর্থায়ন করবে ইউএই ব্যাংক ফেডারেশন। খবর দ্য ন্যাশনাল নিউজ।
ফেডারেশনের চেয়ারম্যান আবদুল আজিজ আল ঘুরাইর সম্প্রতি কপ২৮ সম্মেলনে বলেন, ‘২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য পূরণে এ অর্থ ভূমিকা রাখবে। ব্যাংক ফেডারেশনকে একটি অসাধারণ প্লাটফর্ম প্রদান করেছে কপ২৮। এটি আমাদের একত্রিত করতে এবং টেকসই আর্থিক লক্ষ্য অর্জনের সক্ষমতা প্রদান করেছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্য সংযুক্ত আরব আমিরাত সরকারের জলবায়ু এজেন্ডা ও টেকসই অর্থনীতি, যা পরিবেশবান্ধব ভবিষ্যতের সঙ্গে অর্থের সমন্বয় করবে।’
ঘোষণার সময় ফার্স্ট আবুধাবি ব্যাংক, মাশরেক ব্যাংক, আবুধাবি কমার্শিয়াল ব্যাংক, এমিরেটস এনবিডি, দুবাই ইসলামিক ব্যাংক, আরএকে ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব ফুজাইরাহ এবং আবুধাবি ইসলামিক ব্যাংকসহ দেশটির ১১টি ব্যাংককে উপস্থাপন করা হয়।
ইউএই সেন্ট্রাল ব্যাংকের গভর্নর খালেদ বালামা এক বিবৃতিতে বলেন, ‘এ পদক্ষেপ আরব আমিরাত ও বিশ্বব্যাপী টেকসই অর্থ সংস্থানের লক্ষ্যে উল্লেখযোগ্য প্রচেষ্টার ওপর জোর দেয়। আমরা যখন জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি, তখন এটি দারুণ গুরুত্বপূর্ণ যে আর্থিক খাতগুলো এগিয়ে আসছে।’
কপ২৮ প্রেসিডেন্ট ড. সুলতান আল জাবের বলেন, ‘ব্যাংক ফেডারেশনের প্রতিশ্রুতিটি পরিবেশবান্ধব, দায়িত্বশীল, টেকসই সমাধান এবং প্রযুক্তি খাতে উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণের ইঙ্গিত দেয়। এ সাহসী উদ্যোগ বৈশ্বিকভাবে অন্যদের এগিয়ে আসার একটি শক্তিশালী নজির স্থাপন করেছে।’
আগামীতেও চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ।’
পদক্ষেপটি কপ২৮ শীর্ষ সম্মেলনের সময় ইউএইর জলবায়ু অর্থায়নের অঙ্গীকারের ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করেছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে আয়োজিত এবারের সম্মেলন শেষ হবে ১২ ডিসেম্বর।
এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘বিভিন্ন দেশের সরকারকে অবশ্যই জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বাদ দিতে হবে, যা গত বছর ৭ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।’
আইএমএফ প্রধান কার্বনের ওপর উচ্চ মূল্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন, যা কার্বনশূন্যতা অর্জনে সবচেয়ে বড় সম্ভাব্য প্রণোদনা হতে পারে।