রাশিয়ান গ্যাসের ২০% পুনঃবিক্রি করছে ইইউ

স্টাফ রিপোর্টার

রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে ইইউর বেশ কয়েকটি বন্দরেই পুনরায় বিক্রি হচ্ছে রুশ এলএনজি। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

বেলজিয়াম, স্পেন ও ফ্রান্সের বন্দরগুলো দিয়ে বিক্রি হওয়া এলএনজির ২০ শতাংশই রাশিয়া থেকে সরবরাহ করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাশিয়া থেকে এলএনজি আমদানির এক-পঞ্চমাংশেরও বেশি বিশ্বের অন্যান্য অংশে পুনরায় বিক্রি করছে ইইউ।

যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে রাশিয়ান এলএনজি আমদানি নিষিদ্ধ। যদিও বেলজিয়াম, ফ্রান্স ও স্পেনের মাধ্যমে নিয়মিতভাবেই রুশ এলএনজি পুনঃরফতানি করা হচ্ছে। রুশ এলএনজির শীর্ষ সুবিধাভোগীর তালিকায় চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন ও ফরাসি জ্বালানি প্রতিষ্ঠান টোটালএনার্জিসের নাম প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদন বলছে, ইইউর এ তিনটি বন্দর রাশিয়ার আর্কটিক ইয়ামাল এলএনজি প্লান্ট থেকে উল্লেখযোগ্য পরিমাণে গ্যাস আমদানি করে আসছে। চলতি বছর এখন পর্যন্ত ইইউর বন্দরগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ রাশিয়ান এলএনজি এসেছে বেলজিয়ামের জিব্রুগ ও ফ্রান্সের মন্টোইর-ডি-ব্রেটাগনে বন্দর দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *