ম্যানচেস্টার সিটির জয়রথ থামাল লিভারপুল
ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির জয়রথ থামাল লিভারপুল। আজ ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
এর আগে ঘরের মাঠে টানা ২৩টি ম্যাচ জিতেছিল সিটি। আজ জিতলেই সান্ডারল্যান্ডের ১৩১ বছরের পুরনো রেকর্ড ছুঁয়ে ফেলতো পেপ গার্দিওলার দল। ১৮৯০ থেকে ১৮৯২ সালের মধ্যবর্তী সময়ে টানা ২৪টি হোম ম্যাচ জিতেছিল সান্ডারল্যান্ড। যদিও সিটিকে জিততে দিল না অল রেডরা।
প্রথমে গোল করে ও ৬০ শতাংশ বল দখলে রেখেও শেষ পর্যন্ত জিততে পারল না বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। ২৭ মিনিটে নাথান আকের দারুণ এক ডিফেন্স চেরা পাস থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। যদিও ম্যাচের ৮০ মিনিটে গোল পরিশোধ করেন ইংলিশ রাইট উইং ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড।
এই ড্রয়ের পর ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি, তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল।
প্রিমিয়ার লিগে গত ছয়টি শিরোপার মধ্যে পাঁচটিই জিতেছে ম্যানসিটি, বাকিটা গেছে লিভারপুলে। ২০১৭ সালে চেলসির শিরোপা জয়ের পর প্রিমিয়ার লিগের মুকুট পরেছে শুধু ম্যানসিটি ও লিভারপুল। এবার এই দুই দলই শিরোপার রেসে আছে ভালোভাবেই।
এ নিয়ে সিটির মাঠে সর্বশেষ ১৫টি ম্যাচে মাত্র একটি জিততে সমর্থ হলো লিভারপুল। ২০১৫ সালে ক্লোপের প্রথম সফরেই লিভারপুল ৪-১ গোলের জয় তুলে নেয়। গত মৌসুমে ইতিহাদে ৪-১ গোলে হেরেছে অল রেডরা।
এদিকে, সিটির গোলমেশিন হালান্ড প্রিমিয়ার লিগে যতগুলো দলের বিপক্ষে খেলেছেন তাদের মধ্যে ব্রেন্টফোর্ড ছাড়া সবার বিপক্ষেই গোল করেছেন। প্রিমিয়ার লিগে দ্রুততম ৫০ গোলও হয়ে গেল তার। তিনি ৪৮ ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছেন।
ড্র শেষে হতাশ সিটির ডাচ ডিফেন্ডার নাথান আকে বলেন, ‘আমরা জিততে চেয়েছিলাম। অনেক সুযোগও পেয়েছিলাম। দ্বিতীয়ার্ধে লক্ষ্যে মাত্র একটি শট নিতে সমর্থ হওয়ায় আমরা হতাশ। ম্যাচশেষে আমরা সত্যিই হতাশ।’