আশুলিয়ার একটি পোশাক কারখানার ৪২ শ্রমিক অসুস্থ
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় ৪২ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত তাদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেয়া হয়। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার গোরাট এলাকার অরবিটেক্স নীটওয়্যার লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক অসুস্থ এক শ্রমিক বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করি। এরপর খাবার খেয়ে গার্মেন্টসে গিয়ে ২ ঘণ্টা কাজ বন্ধ রাখি। বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত কাজ বন্ধ ছিল। এরপর জোর করে আমাদের দিয়ে কাজ করায়। সাড়ে ৫টার দিকে গ্যাস না কি ছাড়ছে জানি না সবাই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়।
তৃতীয় তলার এক কোয়ালিটি ইনস্পেক্টর বলেন, হঠাৎ দেখি ১৩ নম্বরের (সিরিয়াল) একজন পড়ে গেছে। এরপর ১০ নম্বরের আরেকজন পড়ে যায়। সবাই নাক-মুখে হাত দেয়। আমার বমি ভাব আসলে ওয়াশরুমে যাই। এরপর আমিও জ্ঞান হারাই।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা বলেন, কি কারণে এমন হলো এখনো জানতে পারিনি। কোথাও কোনো গ্যাস ছাড়া হয়নি। তিন তলার একটা ফ্লোরে এ ঘটনা ঘটে। মজুরি বাড়ানোর দাবিতে ওরা কাজ বন্ধ করে। আমরা বুঝাইয়া ওদের কাজ করাই। এর আধাঘণ্টা পর থেকেই এই সমস্যা হয়। কয়েকজন অসুস্থতার কথা বললে বাকিরা আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক কৌশিক বাকের বলেন, অসুস্থতার প্রকৃত কারণ এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে এটি গণমনস্তাত্ত্বিক সমস্যা বলে মনে হচ্ছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।