আমিরাত ও জর্ডানের ২০০ কোটি ডলারের সমঝোতা চুক্তি

স্টাফ রিপোর্টার

সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের মধ্যে ২০০ কোটি ডলার মূল্যের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার লক্ষ্য দুই দেশের ব্যবসায় বিনিয়োগ সহযোগিতা করা। খবর আরব নিউজ।

সমঝোতা স্মারকটিতে দুই দেশের মধ্যে স্থায়ী কৌশলগত অংশীদারত্ব বাড়ানোর ওপর দৃষ্টিপাত করা হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প।

চুক্তিটিতে স্বাক্ষর করেন সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ মন্ত্রী মোহাম্মদ হাসান আল-সুওয়াইদি এবং জর্ডানের পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী জেইনা তুকান।

এছাড়া আবুধাবি ডেভেলপমেন্টাল হোল্ডিং কোম্পানি ও জর্ডান ইনভেস্টমেন্ট ফান্ডের মধ্যেও যৌথ বিনিয়োগ তহবিল প্রতিষ্ঠার জন্য একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আল-সুওয়াইদি বলেন, ‘আমরা যৌথ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে আমাদের অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়াতে চাই। এ স্মারকলিপি জর্ডানে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে এবং সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের মধ্যে সম্পর্ককে দৃঢ় করতে আমাদের আকাঙ্ক্ষা প্রতিফলিত করেছে।’

জর্ডানের পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী জেইনা তুকান বলেন, ‘সমঝোতা স্মারকটি দুই দেশের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার একটি সুযোগ সৃষ্টি করেছে। এটি উভয় দেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ানোর জন্য তাদের অংশীদারত্বের প্রতিশ্রুতিও তুলে ধরে।’

তিনি আরো বলেন, ‘সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে আমরা উদ্ভাবন ও প্রবৃদ্ধির পথ প্রশস্ত করার আশা করি। যার মাধ্যমে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের জনগণ উপকৃত হবে।’

সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় দেশই নবায়নযোগ্য জ্বালানি, শিল্প, উৎপাদন, পরিবহন, ওষুধ ও খাদ্য উৎপাদনে বিশেষ মনোযোগ দিয়ে দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়ানো এবং মোট দেশীয় সম্পদকে শক্তিশালী করার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *