রুশ এলএনজি আমদানি বাড়িয়েছে ইইউভুক্ত দেশগুলো
রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ) বলছে, স্পেন ও বেলজিয়াম গত বছরের তুলনায় চলতি বছর রুশ এলএনজি আমদানি ৫০ শতাংশ বাড়িয়েছে। খবর আরটি।
সম্প্রতি এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি বলছে, ইউরোপীয় ইউনিয়নের এলএনজি মজুদ ও চাহিদার মধ্যে ব্যবধান ক্রমাগত বড় হচ্ছে। ফলে অঞ্চলটির দেশগুলো রাশিয়া থেকে আমদানি বাড়িয়েছে।
আইইইএফএ বলছে, বেলজিয়াম ও ফ্রান্সের টার্মিনালগুলো রাশিয়ার ইয়ামাল প্রকল্প থেকে এলএনজি আনা অব্যাহত রেখেছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত প্রথম নয় মাসে রাশিয়া থেকে ইউরোপে এলএনজি আমদানির পরিমাণ স্থিতিশীল ছিল।
ইইউ ২০২৩ সালের জানুয়ারি-জুলাইয়ের মধ্যে এলএনজি আমদানিতে ৪ হাজার ১০০ কোটি ইউরো বা ৪ হাজার ৪০০ কোটি ডলার ব্যয় করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৭২০ কোটি, রাশিয়া থেকে ৫৫০ কোটি ও কাতার থেকে ৫৪০ কোটি ইউরোর এলএনজি আমদানি করেছে ইউরোপ।