স্বর্ণ মজুদে রেকর্ড উচ্চতায় রাশিয়া
রাশিয়ার স্বর্ণ মজুদ সেপ্টেম্বরে সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। সম্প্রতি বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর তথ্য উদ্ধৃত করে এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি।
সংবাদ সংস্থাটির হিসাবমতে, সেপ্টেম্বরে রাশিয়ার স্বর্ণের মজুদ ২ শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে দেশটির কোষাগারে মূল্যবান ধাতুটির মোট পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৩৬০ টনে, যা আধুনিক রাশিয়ার ইতিহাসে সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি ও ফ্রান্সের পর রাশিয়া বিশ্বব্যাপী পঞ্চম বৃহত্তম স্বর্ণ মজুদকারী। আর ২ হাজার ২০০ টন স্বর্ণ নিয়ে বিশ্বের ষষ্ঠ শীর্ষ মজুদকারীর অবস্থানে রয়েছে চীন।
ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো রেকর্ড পরিমাণে মূল্যবান এ ধাতুর ক্রয় বাড়িয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বের শীর্ষ স্বর্ণ ক্রেতা ছিল চীন। পাশাপাশি ভারত, তুরস্ক ও রাশিয়াসহ অন্যান্য উদীয়মান অর্থনীতির দেশ উল্লেখযোগ্য পরিমাণে স্বর্ণের মজুদ বাড়িয়েছে।