চীনে আকরিক লোহার আমদানি কমেছে
বছরের শুরু থেকে প্রবৃদ্ধি বজায় থাকলেও গত অক্টোবরে চীনে আকরিক লোহা আমদানিতে মন্দাভাব দেখা দেয়। টানা দ্বিতীয় মাসের মতো নভেম্বরেও দেশটিতে ব্যবহারিক ধাতুটির আমদানি কমতির দিকে ছিল। এ সময় চীনে আকরিক লোহা আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৯ শতাংশ কমে নয় কোটি টনের নিচে নেমে এসেছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া।
চীনের ক্রমবিকাশমান ইস্পাত শিল্পে আকরিক লোহার প্রচুর চাহিদা রয়েছে। এ চাহিদার সিংহভাগই আমদানি করা আকরিক লোহা দিয়ে পূরণ করে দেশটি। চীন বিশ্বের শীর্ষ আকরিক লোহা আমদানিকারক দেশ। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০১৮ সালের নভেম্বরে আন্তর্জাতিক বাজার থেকে চীনা আমদানিকারকরা সব মিলিয়ে ৮ কোটি ৬২ লাখ ৫০ হাজার টন আকরিক লোহা আমদানি করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৮ শতাংশ কম। গত বছরের নভেম্বরে চীনে মোট ৯ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টন আকরিক লোহা আমদানি হয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে ব্যবহারিক ধাতুটির আমদানি কমেছে ৮২ লাখ ৯০ হাজার টন।
শুধু আগের বছরের একই সময়ের তুলনায় নয়, বরং গত অক্টোবরের তুলনায় নভেম্বরে চীনে আকরিক লোহা আমদানি ২ দশমিক ৪ শতাংশ কমেছে। চলতি বছরের অক্টোবরে চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ৮ কোটি ৮৪ লাখ টন আকরিক লোহা আমদানি করেছিলেন।