ভোজ্যতেল আমদানি ১ লাখ টন কমাল ভারত

ভারতে ভোজ্যতেলের অভ্যন্তরীণ চাহিদার সিংগভাগই আমদানির মাধ্যমে পূরণ করা হয়। এ কারণে ভোজ্যতেলের বৈশ্বিক বাণিজ্যে ভারত বড় একটি বাজার। তবে ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে ভোজ্যতেলের উৎপাদন বাড়াতে জোর দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

এর জের ধরে চলতি বছরের নভেম্বরে ভারতে ভোজ্যতেল আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ কমে ১২ লাখ টনের নিচে নেমে এসেছে। মুম্বাইভিত্তিক সলভেন্ট এক্সট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ইকোনমিক টাইমস ও এসঅ্যান্ডপি গ্লোবাল।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের নভেম্বরে আন্তর্জাতিক বাজার থেকে ভারতীয় আমদানিকারকরা সব মিলিয়ে ১১ লাখ ৩৩ হাজার ৮৯৩ টন ভোজ্যতেল আমদানি করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ কম।

২০১৭ সালের নভেম্বরে ভারতে মোট ১২ লাখ ৪৮ হাজার ৮১০ টন ভোজ্যতেল আমদানি হয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে ভোজ্যতেল আমদানি কমেছে ১ লাখ ১৪ হাজার ৯১৭ টন। গত অক্টোবরে দেশটিতে মোট ১২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টন ভোজ্যতেল আমদানি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *