ভেস্তে গেছে ইইউ অস্ট্রেলিয়া মুক্ত বাণিজ্য চুক্তি
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি ভেস্তে গেছে। ক্যানবেরা গতকাল বলেছে যে আলোচনা পুনরায় শুরু হতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
রাসায়নিক থেকে শুরু করে প্রসাধনী পর্যন্ত সবকিছু নিয়েই ২০১৮ সাল থেকে আলোচনা হয়েছে। তবে গরু ও ভেড়ার মাংসের মতো অস্ট্রেলিয়ান পণ্যগুলো ইউরোপীয় বাজারে প্রবেশ বারবার আটকে গেছে। অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী মারে ওয়াট জানান, জাপানে জি৭ দেশগুলোর বৈঠকের এক ফাঁকে অনুষ্ঠিত আলোচনার সময় ইইউর আলোচকরা চুক্তিতে এগিয়ে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। গতকাল অস্ট্রেলিয়ার জাতীয় টেলিভিশন এবিসিকে তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা ইইউর পক্ষে দাঁড়ানোর যে যুক্তি ছিল, তা পাইনি।’
মারে ওয়াট বলেন, ‘পার্লামেন্টের বর্তমান মেয়াদে আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা কম। ২০২৫ সালের সাধারণ নির্বাচনের আগে অস্ট্রেলিয়ান সরকারের পক্ষে এ নিয়ে আলোচনার সম্ভাবনা নেই। আমি মনে করি, অস্ট্রেলিয়ান সরকার বা কোনো ইইউ নেতা একটি চুক্তি নিয়ে আলোচনা করার আগে কিছুটা সময় প্রয়োজন। ব্যাপারটা কিছুটা লজ্জারও।’
ইইউর একজন মুখপাত্র বলেছেন, ওসাকায় একটি চুক্তি করার ব্যাপারে তারা আশাবাদী ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া কৃষি দাবিগুলো পুনরায় উপস্থাপন করেছে, যা সাম্প্রতিক আলোচনার সঙ্গে সংগতিপূর্ণ না।