পর্যটনে ৪২৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

স্টাফ রিপোর্টার

ওমরাহ ও হজ পালনের উদ্দেশ্যে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম সৌদি ভ্রমণ করেন। ২০৩০ সাল নাগাদ প্রতি বছর তিন কোটির বেশি ওমরাহ পালনকারী ও ১০ কোটির বেশি পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। এজন্য আগামী এক দশকে ৪২ হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি। খবর অ্যারাবিয়ান বিজনেস।

সৌদি-ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ফোরামে দেশটির পরিবহন ও লজিস্টিক মন্ত্রী সালেহ আল-জাসের এ কথা জানান। বর্তমানে জীবনযাত্রার মান বাড়ানো এবং ব্যক্তিগত পরিষেবার উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। তিনি আরো জানান, সৌদি সুদূরপ্রসারি লক্ষ্যে কাজ করছে এবং এটি বাস্তবায়নে দেশটির সক্ষমতা ও প্রতিযোগিতামূলক লোকবল রয়েছে। ব্যক্তিমালিকানাধীন খাত ও বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করবে সৌদি। এর মাধ্যমে ১০ বছরের মধ্যে ১ দশমিক ৬ ট্রিলিয়ন সৌদি রিয়াল বা ৪২ হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে।

সালেহ আল-জাসের আরো জানান, নাগরিকদের চাহিদা পূরণ এবং বিশ্বের ২৫০টির বেশি পর্যটন কেন্দ্রের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সরকার নতুন দুটি এভিয়েশন সেন্টার তৈরি করেছে। সৌদি ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় বিনিয়োগ সম্ভাবনা পর্যালোচনা ও প্রচার করাই ফোরামের মূল উদ্দেশ্য। এর মধ্যে পরিবহন ও লজিস্টিকস খাত অন্যতম। এর মাধ্যমে কয়েকটি বিষয় প্রাধান্য পাবে। এগুলো হলো বিনিয়োগকে উৎসাহিত করা, অর্থনৈতিক সমন্বয়, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে তথ্য আদান প্রদান সহজ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *