৮ বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন
অর্থসংকট এতটাই প্রকট যে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নও কঠিন হয়ে পড়েছে। এ বছর এমন অবস্থা হয়েছে যে, করোনার সময়ও এডিপি বাস্তবায়নের হার এখনকার চেয়ে ভালো ছিল। চলতি বছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার ৭ দশমিক ৫ শতাংশ। সাম্প্রতিক কোনো বছরে এমন খারাপ পরিস্থিতি আর দেখা যায়নি। এর আগে ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৭ শতাংশ।
সোমবার বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের (আইএমইডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে এ চিত্র দেখা যায়।
আইএমইডির প্রতিবেদন ঘেঁটে দেখা যায়, চলতি (২০২৩-২৪) অর্থবছরে ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা এডিপি বরাদ্দ রয়েছে। এর মধ্যে সরকারের ৫৮টি বিভাগ ও মন্ত্রণালয়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এডিপি বাস্তবায়নে অর্থ খরচ করেছে ২০ হাজার ৬০৯ কোটি টাকা। অর্থাৎ বরাদ্দের বিপরীতে তিন মাসে প্রকল্প বাস্তবায়নের হার ৭ দশমিক ৫ শতাংশ। এটি গত আট বছরের মধ্যে সর্বনিম্ন।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সংস্থাগুলোকে এখন বিদেশি ঋণের প্রকল্পগুলোর ওপর বেশি নির্ভর করতে হচ্ছে। গত তিন মাসে সরকারের অর্থায়ন থেকে যে টাকা খরচ হয়েছে এর আগে এত কম অর্থ খরচ করার রেকর্ড নেই সরকারের। এ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত সরকারের অর্থায়ন থেকে খরচ হয়েছে ১২ হাজার ৫৩৭ কোটি টাকা। যা মোট খরচের ৭ দশমিক ৪২ শতাংশ। কাছাকাছি কোনো সময়ে এর চেয়ে কম খরচ আর হয়নি। এর আগে ২০১৮-১৯ অর্থবছরের একই সময়ে খরচ হয়েছে ৭ দশমিক ৪৭ শতাংশ, যা চলতি অর্থবছরের চেয়েও বেশি।
এর আগে ২০১৫-১৬ অর্থবছরে সেপ্টম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ছিল ৭ শতাংশ। এরপর গত কয়েক বছরে একই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) ২০১৭-১৮ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল সর্বোচ্চ ১০ দশমিক ২১ শতাংশ। এছাড়া বাকি বছরগুলোতে গড়ে ৮ শতাংশের ওপরই ছিল। এমনকি করোনার সময়ও এ হার ছিল ৮ দশমিক ০৬ শতাংশ ও ৮ দশমকি ২৬ শতাংশ।
চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ৬ মন্ত্রণালয় ও বিভাগের ৫৩ প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন রয়েছে ১ শতাংশেরও নিচে। এর মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৭টি প্রকল্পের বিপরীতে এডিপি বাস্তবায়ন মাত্র শুণ্য দশমিক শুণ্য ৭ শতাংশ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৬টি প্রকল্পের শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ, ভূমি মন্ত্রণালয়ের ৬ প্রকল্পের শূন্য দশমিক ৭৮ শতাংশ। এছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ৬ প্রকল্প, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ প্রকল্প ও সরকারি কর্ম কমিশনের ১ প্রকল্পে ১ টাকাও খরচ হয়নি।