ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট নিচ্ছে ফেরারি

স্টাফ রিপোর্টার

বিলাসবহুল গাড়ি নির্মাতা ফেরারি যুক্তরাষ্ট্রে স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) পেমেন্টের জন্য ক্রিপ্টোকারেন্সি নিতে শুরু করেছে। ক্রেতাদের অনুরোধে সাড়া দিয়ে বিকল্প পেমেন্ট পরিষেবাটি চালু করেছে কোম্পানিটি। পাশাপাশি ইউরোপে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হয়েছে। খবর রয়টার্স।

বড় কোম্পানিগুলোর মধ্যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে উদ্বেগ এখনো দূর হয়নি। তার পরও পেমেন্ট হিসেবে ব্যবহার করতে সম্মত হয়েছে ফেরারি। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তা এনরিকো গ্যালিয়েরা দাবি করেন, নতুন সফটওয়্যারের মাধ্যমে কার্বন ফুটপ্রিন্ট কমাতে ও নবায়নযোগ্য জ্বালানিতে নির্ভরতা বাড়াতে ক্রিপ্টো ব্যবহারের পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি ২০৩০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কোম্পানিটির সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাজারের চাহিদা ও গ্রাহকের অনুরোধ। ফেরারির গ্রাহকের বড় একটা অংশ ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছে। ক্লায়েন্টদের মধ্যে তরুণ বিনিয়োগকারী রয়েছে, যারা পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে চান।

প্রাথমিকভাবে ফেরারি তার মার্কিন কার্যক্রমের জন্য একটি নেতৃস্থানীয় ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট ব্যবস্থা বিটপের সঙ্গে কাজ করবে। কোম্পানি বিটকয়েন, ইথার ও ইউএসডিসিতে পেমেন্ট গ্রহণ করবে। ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করার সময় অতিরিক্ত ফি বা চার্জ প্রয়োজন পড়বে না।

ফেরারি আগামী বছর থেকে ইউরোপে ও অন্যান্য যেসব অঞ্চলে ক্রিপ্টো আইনতভাবে বৈধ, সেখানে ক্রিপ্টোকারেন্সি পেমেন্টের স্কিমটি সম্প্রসারণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *