২০ ওভারে ৪২৭ রান তুলে বিশ্ব রেকর্ড

স্টাফ রিপোর্টার

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটি কত রানের? বলতে পারেন, এ আর এমন কী! গত সেপ্টেম্বরেই তো এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান করেছিল নেপাল। কিন্তু সেটা ছেলেদের আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। যদি বলা হয়, ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড কোন দলের?

এবার হয়তো একটু পরিসংখ্যান ঘাঁটতে হতে পারে। গত বছর মার্চে জিসিসি চ্যাম্পিয়নশিপ কাপে সৌদি আরবের মেয়েদের বিপক্ষে ১ উইকেটে ৩১৮ রান তুলেছিল বাহরাইন। ছেলে ও মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতে এত দিন এটাই ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। এত দিন—কথাটা বলতে হচ্ছে, কারণ, এখন আর রেকর্ডটি বাহরাইনের মেয়েদের দখলে নেই। রেকর্ডটি এখন আর্জেন্টিনার মেয়েদের।

আর্জেন্টিনা নামটা শুনেই চোখে ভেসে উঠতে পারে গত ডিসেম্বরে কাতারে লিওনেল মেসির হাতে ফুটবল বিশ্বকাপের ট্রফি। আর্জেন্টিনা তো ফুটবলেরই দেশ। ১৯৭৪ সালে আইসিসির সদস্যপদ লাভ করা আর্জেন্টিনার মেয়েদের জাতীয় দল ২০০৭ সাল থেকেই ক্রিকেট খেলছে। ২০১৮ সালে আইসিসি সব সদস্যদেশের নারী জাতীয় দলকে টি-টোয়েন্টি স্ট্যাটাস দেওয়ার পর থেকে বিস্ময়কর সব রেকর্ডের দেখা মিলছে।

আজ বুয়েনস এইরেসে যেমন চিলির মেয়েদের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডই গড়ে ফেলল আর্জেন্টিনা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে গিয়েছে চিলি নারী জাতীয় দল। আজ প্রথম ম্যাচে চিলির বিপক্ষে আগে ব্যাট করে ১ উইকেটে ৪২৭ রান তোলে আর্জেন্টিনা। ছেলে ও মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই প্রথম ৪০০ রানের রেকর্ড। আর খুব স্বাভাবিকভাবেই এই স্কোর এখন স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ডও।

চিলির মেয়েরা রানের এই ‘পর্বত’–এ উঠতে গিয়ে যেন পা হড়কে পড়েছে! ১৫ ওভারেই মাত্র ৬৩ রানে অলআউট হয় দলটি। ৩৬৪ রানের বিশাল জয়েও রেকর্ড গড়েছে আর্জেন্টিনার মেয়েরা। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি সর্বোচ্চ ব্যবধানে জয়ের বিশ্ব রেকর্ডও। ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি মিলিয়ে ৩০০–এর বেশি রানে জয়ের নজির এর আগে শুধু একবারই দেখা গিয়েছিল—২০১৯ সালে মালির মেয়েদের বিপক্ষে ৩০৪ রানে জিতেছিল উগান্ডা। সেই রেকর্ডও আজ ভেঙে দিল আর্জেন্টিনার মেয়েরা। এমন ম্যাচে স্বাভাবিকভাবেই ভেঙেছে আরও রেকর্ড।

এ ম্যাচে চিলির বোলাররা মোট ৭৩ রান ‘এক্সট্রা’ দিয়েছেন। এর মধ্যে নো বলই করেছেন ৬৪টি। ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটিই বিশ্ব রেকর্ড। ২০১৯ সালে এই চিলির বিপক্ষেই মেক্সিকোর মেয়েদের ৩৯ নো বল করার রেকর্ডটা এর মধ্য দিয়ে ভেঙে গেল। আর সব মিলিয়ে এক্সট্রা দেওয়ায় রোমানিয়ার মেয়েদের রেকর্ড ভেঙেছে চিলি। ২০১৯ সালে লুক্সেমবার্গের বিপক্ষে ৭২টি এক্সট্রা দিয়েছিল রোমানিয়া।

চিলির বিপক্ষে আজ আর্জেন্টিনার দুই ওপেনারই সেঞ্চুরি পেয়েছেন। অতগুলো নো বল করাতে তাঁরা দুজনই সুযোগ পেয়েছেন ৮৪টি করে বল খেলার। তাতে ১৬৯ করেন লুসিয়া টেলর, অন্য প্রান্তে ১৪৫ রানে অপরাজিত ছিলেন আলবার্তা গালান। লুসিয়ার করা ১৬৯ রান মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। দুই ওপেনারের উদ্বোধনী জুটিতেই এসেছে ৩৫০ রান। ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি মিলিয়ে যেকোনো উইকেটেই এটি এখন সর্বোচ্চ রানের জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *