আইবিটিআরএ-এর উদ্যোগে ‘এনহ্যান্সিং ক্যাপাসিটিজ অব পটেনশিয়াল লিডারস’ শীর্ষক কর্মশালা সমাপ্ত
স্টাফ রিপোর্টার
ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ‘এনহ্যান্সিং ক্যাপাসিটিজ অব পটেনশিয়াল লিডারস’ শীর্ষক কর্মশালা ১২ অক্টোবর ২০২৩ সমাপ্ত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইবিটিআরএর প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে.এম. মুনিরুল আলম আল-মামুন। এ সময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া ও ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহফুজুল করিম উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।