ভোক্তা-অধিকারের অভিযানকে সাধুবাদ ক্যাবের

স্টাফ রিপোর্টার

বাজারে আলু, পেঁয়াজ ও ডিমের সরকারের বেঁধে দেওয়া দাম কার্যকর করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকে স্বাগত জানিয়েছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

রোববার (১৭ সেপ্টেম্বর) ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ সই করা বিজ্ঞপ্তিতে এ সাধুবাদ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক তিনটি পণ্য আলু, পেয়াঁজ ও ডিম সরকার নির্ধারিত মূল্যে আনার জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকে ক্যাবের পক্ষ থেকে সাধুবাদ।

সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত রাখতে ক্যাবের পক্ষ থেকে দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *