গড় সুদহার বেড়েছে ব্যাংক ঋণের
ব্যাংক ঋণে ৯ শতাংশ সুদহারের সীমা উঠে যাওয়ার পর সুদের হার বাড়িয়েছে বেশির ভাগ ব্যাংক। গত জুলাইয়ে ঋণের গড় সুদহার বেড়ে ৭ দশমিক ৭৫ শতাংশে উঠেছে, আগের মাস শেষে যা ৭ দশমিক ৩১ শতাংশ ছিল। একই মাসে আমানতের সুদ সামান্য বেড়ে গড়ে ৪ দশমিক ৪৬ শতাংশ হয়েছে। আগের মাস শেষে যা ৪ দশমিক ৩৮ শতাংশ ছিল।
আমানতের তুলনায় ঋণের সুদ বেশি বৃদ্ধির ফলে ব্যাংকের মার্জিন বেড়েছে। গত জুলাইয়ে ঋণ-আমানতে সুদের হারের ব্যবধান (স্প্রেড) দাঁড়িয়েছে ৩ দশমিক ২৯ শতাংশ, আগের মাস শেষে যা ২ দশমিক ৯৩ শতাংশ ছিল।
ব্যবসায়ীদের দাবি মেনে ২০২০ সালের এপ্রিল থেকে ঋণে সর্বোচ্চ ৯ শতাংশ সুদহারের সীমা আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের শর্তের কারণে গত ১ জুলাই থেকে সুদহারের নতুন ব্যবস্থা চালু হয়েছে। এখন ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ছয় মাসের গড় সুদহারের (স্মার্ট) সঙ্গে ৩ শতাংশ যোগ করে সুদহার নির্ধারণ করবে ব্যাংকগুলো। আগস্টের স্মার্ট দাঁড়িয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। জুলাইয়ে যা ৭ দশমিক ১০ শতাংশ ছিল।
গত বছরের জুলাই শেষে আমানতের গড় সুদহার ছিল ৪ দশমিক শূন্য ৪ শতাংশ। এর বিপরীতে গড়ে ৭ দশমিক শূন্য ৯ শতাংশ সুদে ঋণ বিতরণ করে ব্যাংকগুলো। এতে স্প্রেড দাঁড়ায় ৩ দশমিক শূন্য ৫ শতাংশ।