দক্ষিণ কোরিয়ায় মৎস্য পণ্য রফতানি ১২ শতাংশ কমেছে
স্টাফ রিপোর্টার
দক্ষিণ কোরিয়ার মৎস্যজাত পণ্য রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশেরও বেশি কমেছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশটির সামুদ্রিক পণ্যের রফতানি ১৭৫ কোটি ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ১১ দশমিক ৫ শতাংশ কমেছে। কোরিয়া এগ্রো-ফিশারিজ অ্যান্ড ফুড ট্রেড করপোরেশন থেকে এ তথ্য জানা যায়। বিশ্বব্যাপী প্রধান মৎস্য পণ্যের রফতানি কমেছে। টুনা মাছ রফতানি ২১ দশমিক ১ শতাংশ কমে ৩২ কোটি ২০ লাখ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে পোলাক মাছ রফতানি ৮২ দশমিক ৮ শতাংশ কমে ২ কোটি ৯১ লাখ ডলারে দাঁড়িয়েছে। —দ্য কোরিয়া হ্যারাল্ড